তোমার অনু কবিতাগুলো সংক্ষিপ্ত হলেও প্রতিটিতে গভীর অনুভূতি রয়েছে। রমাদানের আনন্দ, ভালোবাসার টান, হারানোর বেদনা, মানবতার আহ্বান আর প্রকৃতির সৌন্দর্য—
সব কিছুই সহজ অথচ মন ছুঁয়ে যাওয়ার মতোভাবে উঠে এসেছে। শব্দের সহজত্বেই রয়েছে এদের শক্তি! দারুণ লাগল পড়তে।