স্বপ্নভঙ্গের যন্ত্রণা ও নীরব দীর্ঘশ্বাস এতটা গভীরভাবে ফুটিয়ে তুলেছেন যে প্রতিটি পঙক্তি মনে দাগ কেটে যায়। শব্দহীন এক বেদনার চিত্র যেন কবিতার প্রতিটি লাইনে মূর্ত হয়ে উঠেছে। বিশেষ করে "সময়ের ধারাল ছুরিতে কাটা পড়ে সম্ভাবনা" লাইনটি হৃদয়ে গিয়ে আঘাত করে। এমন অনুভূতিময় ও বাস্তবতাকে ছুঁয়ে যাওয়া এক অনন্য সৃষ্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।