You are viewing a single comment's thread from:
RE: একুশের কবিতা৷ মাতৃভাষার অধিকার৷ আজকের কবিতা - সীমান্তের দাবী।
এই কবিতার মধ্যে সীমান্তের দুঃখ এবং সংগ্রামের এক কঠিন চিত্র ফুটে উঠেছে। "অসম্পূর্ণ কাঁটাতার" আর "আধোয়া রক্তের স্বাদ একার"- এই ধরনের ভাষা দিয়ে আপনি আমাদের মনে করিয়ে দিয়েছেন, একদিকে স্বাধীনতার আশা, অন্যদিকে সীমান্তের যন্ত্রণায় ভরা বাস্তবতা। "প্রতিটি লাল বুলেটের দাম আজ চড়া"- এটি যেন আমাদের ইতিহাসের ব্যথা আর শোককে তুলে ধরে, যেখানে প্রতিটি সংগ্রাম এক মূল্যবান শিক্ষা।