আপনার পোলাও রেসিপিটি সত্যিই খুব আকর্ষণীয় এবং সহজ মনে হচ্ছে। পোলাও এমন একটি খাবার যা সব বয়সী মানুষই খুব পছন্দ করে, আর বিশেষ করে বাচ্চাদের তো অনেক ভালো লাগে। মুরগির মাংস ও সবজি দিয়ে তৈরি পোলাও এরকম শীতকালে আরো বেশি উপভোগ্য। খাবারের স্বাদ, স্বাচ্ছন্দ্য এবং সময় বাঁচানোর চিন্তাধারা সবকিছুই খুব ভালো লাগলো।
বাচ্চারা পোলাও খুবই পছন্দ করে সবার ঘরেই।শীতকাল চলে গেলে তো আর সবজি খেতে ভালো লাগবে না।ধন্যবাদ আপু।