কবিতাটিতে শূন্যতা এবং একাকীত্বের এক গভীর অনুভূতি ফুটে উঠেছে। প্রিয়জনের চলে যাওয়ার পর যে বিষাদ আর স্মৃতির ক্ষত মানুষের মনকে গ্রাস করে, সেটি অত্যন্ত সূক্ষ্মভাবে প্রকাশিত হয়েছে। রাতের অন্ধকার, মেঘের আড়ালে থাকা নক্ষত্র এবং শহরের নিস্তব্ধতা যেন বেদনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অসাধারণ লিখেছেন দিদি, কবিতাটি পড়ে খুবই ভালো লেগলো ধন্যবাদ।