কবিতাটির প্রতিটি শব্দে এক ধরনের গভীরতা ও অনুভূতি ঢেুকেছে, যা সত্যিই হৃদয় ছুঁয়ে যাচ্ছে। সময়ের গতি, বয়সের পরিবর্তন, সম্পর্কের অস্থিরতা এসবের মধ্যে যে এক নিঃশব্দ বিষাদ বয়ে চলে, তা চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে, "শূন্য হাতেই এসেছি আর শূন্য ভাবেই বিদায় নিচ্ছি"এই শেষ লাইনটি জীবনের অস্থিরতা এবং অনিশ্চয়তার প্রতি এক বেদনাময় দর্শন দেয়।আপনার কবিতা পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।
আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ।