রুই মাছ, ফুলকপি আর বেগুন একসঙ্গে মিলে সত্যিই দারুণ এক স্বাদ তৈরি করে। কাঁঠালের বিচির তরকারি তো একেবারে অন্য রকম স্বাদে পূর্ণ, তার তুলনা সত্যিই কঠিন। আপনি যে রেসিপিটি শেয়ার করেছেন, তাতে এই সবজি ও মাছের মিশ্রণ এক নতুন মাত্রা পেয়েছে।এই মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।