বাহ্ আপনি তো পেন্সিল দিয়ে বেশ চমৎকার ফুলের নকশা তৈরি করেছেন। আমার কাছে পেন্সিলের আর্ট করা যেকোন জিনিস দেখতে বেশ ভালোই লাগে। আমি ও আর্ট পরি তবে সময়ের কারনে তেমন আর্ট করা হয় না ।তবে যখন সময় পাই পেন্সিল নিয়ে আর্ট করতে বসে পরি । আপনি ধাপে ধাপে অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনাকে ধন্যবাদ।