You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫৪

in আমার বাংলা ব্লগ16 hours ago

বিষবাষ্প আছে কি? হৃদয় গহিন তলে.!
বাজে কি বিষের বাঁশি ? লাগে কি টান সিনায় সিনায়..?
প্রখর চৈত্রের শেষে, বৃষ্টির ঘ্রাণে
উন্মাতাল হতো যে চাতকের চোখ.!
আজ তার কেবলই শূন্য দৃষ্টি ।
বদলে যায়,থেমে যায় হৃদয়ের সব কলতান।
হৃদয়ের বেলা ভূমি উর্বর হয়ে উঠে,
নোনতা ফলের চাষে।
কিন্তু তাও থেকে যায় অনাবাদি,
আবার কখনো হয় আবাদি ।
এ মন বড়ই উচাটন, বার বার চায় বার বার
রসদ ফুরালো জড়ালো জীবন,
বেলা শেষে ক্লান্ত সবাই।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.21
JST 0.036
BTC 98020.03
ETH 3358.93
USDT 1.00
SBD 3.29