K অক্ষর দিয়ে সুন্দর একটি পাখি আর্ট

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য আমি কয়েকদিন আগে এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আজকে আমি আপনাদের সাথে K অক্ষর দিয়ে সুন্দর একটি পাখি আর্ট শেয়ার করবো । আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
img_1715055514866.jpg

       প্রয়োজনীয় উপকরণ 

সাদা পেপার
স্কেল
পেন্সিল
কালো কলম
রাবার

IMG_20240506_183058_694.jpg

         কার্যপ্রণালী

প্রথমে স্কেল দিয়ে সোজা একটি মার্জিন টেনে নিলাম।
IMG_20240506_183551_242.jpg

এরপর ইংরেজির K অক্ষর টি তৈরি করলাম ।
IMG_20240506_183706_377.jpg

এরপর K অক্ষর টির উপরের দিকে একটি বাঁকা চিহ্ন দিলাম।
IMG_20240506_183800_912.jpg

এরপর K অক্ষর টির মাঝখানে আঁকাবাঁকা চিহ্ন করলাম।
IMG_20240506_183842_049.jpg

এবার K অক্ষর টি নিচের দিকে একটু উপরে বাঁকা চিহ্ন দিয়ে নিচে আঁকাবাঁকা ডিজাইন করলাম।
img_1715058163683.jpg

এরপর পাখিটির মাথার জন্য একটি ছোট গোল ও পেট এর জন্য একটি বড় গোল চিহ্ন বানিয়ে নিলাম।
img_1715058569127.jpg

এরপর পেট এর ভিতরে আর একটি গোল চিহ্ন বানিয়ে দিলাম।
IMG_20240506_184429_610.jpg

এরপর আমি পাখিটির পিছনের লেজ বানিয়ে নিলাম ।
img_1715058980913.jpg

এবার পাখিটির ঠোঁট আর্ট করে নিলাম ।
IMG_20240506_184719_305.jpg

এরপর পাখিটির চোখ আর্ট করলাম।
IMG_20240506_184740_950.jpg

এরপর পাখিটির পেট এর নিচে দুটি পা আর্ট করলাম।
IMG_20240506_184822_031.jpg

অবশেষে K দিয়ে সুন্দর একটি পাখি আর্ট তৈরি করা শেষ হলো।
IMG_20240506_190910_895.jpg
IMG_20240506_190815_246.jpg
IMG_20240506_190948_530.jpg

সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ

DeviceInfinix hot 12 play
Camera13 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh
Sort:  

আপু আপনি আজ আমাদের মাঝে অক্ষর দিয়ে পাখি আর্ট তৈরি করে দেখিয়েছেন। অনেক ভালো লাগলো আপনার প্রতিটি ধাপ অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন,শুভকামনা রইল আপনার জন্য এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া । এইভাবে সব সময় পাশে থাকবেন।

 2 months ago 

K অক্ষর দিয়ে সুন্দর পাখির আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে। স্কুলে থাকো অবস্থায় এরকম জিনিস অনেক তৈরি করেছি। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে।

 2 months ago 

অক্ষর দিয়ে এই সুন্দর সুন্দর আর্ট গুলো করতে আমারও বেশ ভালো লাগে আপু।আপনি k অক্ষর দিয়ে সুন্দর একটি পাখির আর্ট করেছেন যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আপু।অসংখ্য ধন্যবাদ অক্ষর দিয়ে সুন্দর একটি পাখি আর্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দর ও সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, যা নতুন শিল্পীদের জন্য অনুসরণ করা সহজ হবে। আপনার সৃজনশীলতা ও শিল্পকর্মের প্রতি আন্তরিকতা প্রশংসনীয়। শুভ কামনা রইল।

 2 months ago 

এই আর্ট কৌশলটা আমি ছোটবেলায় শিখেছিলাম। একদম প্রাইমারি কি হাইস্কুলে উঠে। তবে যাই হোক অনেকদিন পর মনে করিয়ে দিয়েছেন দেখে খুবই ভালো লাগলো আমার। চমৎকার হয়েছে আপু।

ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 months ago 

ইংরেজি অক্ষর দিয়ে অনেক কিছু আর্ট করা যায়। আমিও ঠিক এমন অনেকগুলা অক্ষর দিয়ে অনেক কিছু আঁকাতে পারতাম। তবে এখন ভুলে গেছি আপু। খুব ভালো লাগলো কে অক্ষর দিয়ে সুন্দর পাখি আর্ট করেছেন দেখে। অসাধারণ হয়েছে।

ধন্যবাদ আপু আর্ট টি আপনার খুব ভালো লাগছে জেনে আমারও ভালো লাগলো।

 2 months ago 

আপু আপনি k অক্ষর দিয়ে খুব সুন্দর একটি পাখি আর্ট করেছেন। আপনার এই পাখিটা দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সময় বাচ্চারা পাখি আর্ট করতে চায়।‌ তখন তাদের এই ধরনের আর্ট শেখালে খুব আনন্দ পাবে। ইংরেজি অক্ষর দিয়ে খুব সহজে খুব সুন্দর একটি পাখি আর্ট করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপু আপনার সুন্দর মতামত জানানোর জন্য ধন্যবাদ।

 2 months ago 

আসলে আমাদের কমিউনিটিতে অনেকে আছে খুব সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করে থাকে । আপনি যেহেতু নতুন এভাবে নিজের চেষ্টা এবং চিন্তাভাবনা কাজে লাগিয়ে চিত্র অঙ্কন করলে অবশ্যই আপনি সুন্দর চিত্র অঙ্কন করতে পারবেন । আজকে কে অক্ষর দিয়ে খুব সুন্দর একটি পাখির চিত্র অংকনের চেষ্টা করেছেন ভালো লাগলো।

আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

K দিয়ে পাখি অঙ্কন করার আইডিয়াটা ভালো ছিল আপু। আপনি নতুন কিছু করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। তবে আপনার এই পাখিটি আরো বেশি সুন্দর করতে রংয়ের ব্যবহার করলে দেখতে আরো বেশি ভালো লাগতো। আপনি বিভিন্ন রকমের রঙিন কলম ইউজ করতে পারতেন। তাহলে ভালো লাগতো আপু।

 2 months ago 

আপনি ইংরেজির কে অক্ষর দিয়ে চমৎকার একটি পাখি বানিয়েছেন এবং আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। খুব সুন্দর হ'য়েছে পাখিটি।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে পাখি তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 62954.14
ETH 3466.39
USDT 1.00
SBD 2.51