ওয়াজ মাহফিল অনুষ্ঠানে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগlast year

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য আমি কয়েকদিন আগে এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আজকে আমি আপনাদের সাথে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে ঘোরাঘুরি করার কিছু মুহূর্ত শেয়ার করবো।

IMG_20240427_203233_196.jpg

আপনারা হয়তো জানেন ওয়াজ মাহফিলের মধ্যে ঘোরাঘুরি করার ঘোরাঘুরি করার মজা কেমন হয়! যারা যারা ওয়াজ মাহফিলের মধ্যে ঘুরতে গিয়েছিলেন শুধু মাত্র তারাই এর মজা সম্পর্কে অবহিত আছেন। এবছর ঈদের আগে বাংলাদেশের প্রতিটি জায়গার মধ্যে প্রচুর পরিমাণে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। শুধু মাত্র রমজান মাস উপলক্ষে বেশ কয়েকদিন ওয়াজ মাহফিল গুলো এখটু খানি বন্ধ ছিল। কিন্তু ঈদের পর আবারো শুরু হয়ে যায় ওয়াজ মাহফিলের আমেজ। চারদিকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ওয়াজ মাহফিলের আয়োজন করে যাচ্ছে।

IMG_20240427_194951_120.jpg

বেশ কিছুদিন আগে আমাদের বাড়ির পাশেই এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকে আমাদের এলাকার বেশ কয়েকজন মানুষ একত্র হয়ে। সেখানে যাওয়ার জন্য আমরা আমাদের পরিবারের বেশ কয়েকজন মানুষ যাওয়ার জন্য পরিকল্পনা করে রেখেছিলাম। অবশেষে ওয়াজ মাহফিলের দিনে একদম সন্ধ্যা বেলা আমি এবং আমার বেশ কয়েকজন চাচাতো ভাই বোন সহ চলে যাই ওয়াজ মাহফিলের মঞ্চে। ওয়াজ মাহফিলের মধ্যে গিয়ে দেখতে পারলাম, মাহফিলের মঞ্চটি খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে।

IMG_20240427_194943_527.jpg

এরপর আমরা প্রথমে ওয়াজ মাহফিলের মেলার মধ্যে প্রবেশ করলাম। আসলে ওয়াজ মাহফিলের মেলার না গেলে ওয়াজ মাহফিলের মধ্যে ঘুরতে যাওয়া একদম বৃথা।তাই আমরা প্রথমে একটি কসমেটিকস এর দোকানে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখতে পারলাম মেয়েদের সব কিছু জিনিস পত্র রয়েছে।আমি একটি চুড়ি পছন্দ করেছিলাম। চুড়ি গুলো খুবই সুন্দর ছিল।আমি আমার পছন্দের চুড়ি গুলো দামাদামি করে নিয়ে নিলাম। পাশাপাশি আমার চাচাতো বোন ও বেশ কিছু জিনিস পত্র কিনেছিল।

IMG_20240427_201736_716.jpg

IMG_20240427_195813_911.jpg

এরপর আমি একটি মাস্কের দোকানে গিয়ে প্রবেশ করলাম। সেখানে গিয়ে আমি বেশ কয়েকটি মাস্ক দেখলাম কিন্তু তেমন একটা পছন্দ হচ্ছিল না। অবশেষে আমার এক চাচাতো বোন একটি সুন্দর মাস্ক পছন্দ করে দেয়।তার পছন্দ করে দেয়া মাস্ক টি আমার ও পছন্দ হয়ে যায়। অবশেষে আমি তার পছন্দ করে দেয়া মাস্ক টি নিয়ে নিলাম। মাস্কটির মধ্যে আমার নামের প্রথম অক্ষর ছিল বলে আমার অনেক পছন্দ হয়ে যায়। এরপর আমার এক ভাবী ও তার পছন্দের একটি মাস্ক কিনে নেন।সকলে মিলে বেশ ভালোই কেনাকাটা করছিলাম।আর মজা ও হয়েছিল অনেক।

IMG_20240427_191629_236.jpg

আজকে এখানেই শেষ করছি।

ধন্যবাদ।

DeviceInfinix hot 12play
Camera13 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh
Sort:  
 last year 

ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সেখান থেকে বেশ দারুন কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন। পাশাপাশি সেই জায়গার মেলাগুলো ভ্রমণ করে মাক্স কিনেছেন। বিস্তারিত বর্ণনা করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

আপনি দেখছি আপনার এলাকার ওয়াজ মাহফিলের অনুষ্ঠানের মধ্যে অনেক সুন্দর একটি সময় উপভোগ করেছেন।আর সাথে ছোট বোন এবং ভাই থাকলে অনেক বেশি মজা হয়। আপনার সাথে বেশ কয়েকজন ছোট বোন ছিল বলেই এতো ইনজয় করতে পারছেন।আর মাহফিলের মেলায় ঘোরাঘুরি করতে আমার কাছে ও অনেক বেশি ভালো লাগে। যাইহোক আপনারা খুবই সুন্দর একটি সময় উপভোগ করেছেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.031
BTC 84899.59
ETH 1585.06
USDT 1.00
SBD 0.78