আর্ট পোস্ট : একটি সিম্পল মেহেদী ডিজাইন তৈরি ।
আসসালামুয়ালাইকুম ......
......এবং হিন্দু ভাই বোনদের কে আদাব........।
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য, এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে । আজকে আমি আপনাদের সাথে একটি সিম্পল মেহেদীর ডিজাইন তৈরি শেয়ার করবো । এর আগেও বেশ কয়েকবার মেহেদীর ডিজাইন আপনার মাঝে শেয়ার করেছিলাম।
মেহেদী মেয়েদের অন্যতম একটি শখের জিনিস,আমি মেহেদী দিতে খুব পছন্দ করি।প্রায় প্রায় হাতে মেহেদী দেই।আমার হাতের মেহেদী ডিজাইন দেখে অনেকেই তাদের হতে দিয়ে নিতে চায়।আমি আবার তাদের ও দিয়ে দেই।সত্যি বলতে আমার কাছে মেহেদী ডিজাইন করতে অনেক বেশি ভালো লাগে ।তবে দীর্ঘদিন ধরে দেওয়া হয়নি ।তাই মেহেদী বের করেছিলাম দেওয়ার জন্য। আমার এক ভাগ্নি আমাদের বাসায় আছে এসে মেহেদী দেখে তার হাতে দিতে চাই। এই মেহেদীর ডিজাইনের হাতটি আমার ভাগ্নি হাত।আশা করি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লাগবে।চলুন এবার শুরু করা যাক।
প্রথমে চিকন করে দুই টি সোজা দাঁড়ি দিয়ে ।তারপর গোল করে নিয়ে ফুলের নকশা তৈরি করবো।
![]() | ![]() |
---|
এরপর পেঁচিয়ে পেঁচিয়ে একটি সুন্দর ফুলের নকশা বানিয়ে নিলাম।
![]() | ![]() |
---|
এরপর ফুলটির উপরে একই ভাবে আর একটি ফুল বানিয়ে নিলাম।
এবার একটি পেঁচানো নকশা করে তার উপর দিয়ে চিকন চিকন নকশা তৈরি করে নিলাম।
![]() | ![]() |
---|
এরপর পাপড়ি মত মোটা করে নকশা বানিয়ে নিলাম।
![]() | ![]() |
---|
এরপর চিকন চিকন পেঁচানো নকশা গুলো হাতের আঙ্গুল প্রজন্ত তৈরি করে নিলাম।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
এরপর হাতের নিচের দিকে একটি ফুল বানিয়ে নিলাম।
অবশেষে আমার মেহেদী ডিজাইনটি পুরোপুরি সম্পূর্ণ হলো।আবার নতুন কোন মেহেদী ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব।কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল ।
Device | Infinix hot 12 play |
---|---|
Camera | 13 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
https://x.com/SSuity88623/status/1855178436064784595?t=JJk4dPQFCzQtFY0ugayOhQ&s=19
অনেক সুন্দর মেহেদী ডিজাইন আট করেছেন আপনি। আপনার চমৎকার এই মেহেদী রাঙ্গা হাত দেখে ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে আপনার এই আর্ট করা। আশা করব এভাবেই সুন্দর সুন্দর আর্ট নিয়ে উপস্থিত হবেন।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আপনার মেহেদী ডিজাইন টি দেখে মনে হচ্ছে আপনি মেহেদী ডিজাইন আর্ট করতে বেশ পারদর্শী। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আপনার বোনের হাতের মধ্যে সুন্দর করে মেহেদী ডিজাইন করেছেন। আসলে হাতের মধ্যে মেহেদী দিলে হাতের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়। মেহেদী ডিজাইন টি সিম্পল হলেও অনেক বেশি সুন্দর।
বেশ দারুণভাবে সিম্পল একটি মেহেদি ডিজাইন করে আমাদের সাথে শেয়ার করেছেন। মেহেদি ডিজাইন করতে দক্ষতার প্রয়োজন হয়। আপনি দক্ষতার সাথে নিখুঁতভাবে মেহেদি ডিজাইন টি করার চেষ্টা করেছেন। ডিজাইন করার প্রত্যেকটি ধাপ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মেয়েরা হাতে মেহেদি পড়তে অনেক পছন্দ করে। আর এই মেহেদি ডিজাইনগুলো দেখতেও খুবই ভালো লাগে। ছোটবেলা থেকেই দেখছি আমার চাচাতো বোনরা এরকম ভাবে হাতে মেহেদি পড়তো। খুবই চমৎকার একটি মেহেদির ডিজাইন করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
মেহেদী মানে মেয়েদের ইমোশন। আমারও মেহেদী পড়তে খুবই ভালো লাগে। মাঝে মাঝে হাতে মেহেদি পড়া হয়। অনেক সুন্দর ভাবে আপনি মেহেদি ডিজাইন হাতে দিয়েছেন। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
সিম্পল হলেও আপনি মেহেন্দির ডিজাইনটি বেশ নজরকাড়া বানিয়েছেন। ঠিকই বলেছেন মেহেন্দি মেয়েদের খুবই পছন্দের একটা সাজ। এক সময় আমিও খুব মেহেন্দি করতাম কিন্তু এখন আর সময়ের অভাবে এইসব হয়ে ওঠে না। আপনাদের দেখে আবারো ইচ্ছে করছে। দেখি কবে আঁকতে পারি। আপনারটা দারুণ হয়েছে।
ঠিক বলেছেন আপু মেহেদী মেয়েদের খুবই শখের জিনিস। বিশেষ করে ছোট ছোট বাচ্চা মেয়েরা খুব আনন্দ করে হাতে মেহেদি লাগায়। যাই হোক আপনার আজকের মেহেদি ডিজাইনটি খুব সুন্দর হয়েছে। আপনিও হাতে মেহেদী দিতে পছন্দ করেন জেনে ভালো লাগলো।
আজ আপনি অনেক সুন্দর একটা মেহেদির ডিজাইন আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে আপনার এই মেহেদির ডিজাইন আর্ট দেখতে অনেক সুন্দর লেগেছে। হাতে এরকম মেহেদি লাগাতে আমি নিজেও অনেক পছন্দ করি। তবে ব্যস্ততার কারণে এখন আর আগের মত হাতে মেহেদী দেওয়া হয় না। এই ডিজাইন টা সিম্পল হলেও দেখতে ভালো লাগছে।