আর্ট পোস্ট : একটি মেহেদি ডিজাইন আর্ট

আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য আমি কয়েকদিন আগে এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আজকে আমি আপনাদের সাথে একটি মেহেদি ডিজাইন শেয়ার করবো। আশা করছি আপনাদের সবার কাছে এই ডিজাইন টি ভালো লাগবে। যদিও আমি খুব একটা ভালো করে দিতে পারি না। তবে চেষ্টা করি। আমি নিজের হাতে মেহেদি দিতে অনেক বেশি পছন্দ করি। মাঝে মাঝে চাচাতো বোনদের হাতেই দিয়ে দেই। তবে আমার নিজের হাতে মেহেদি দিতেই বেশি ভালো লাগে।তাহলে চলুন শুরু করা যাক আজকের ডিজাইন টি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240517_103613_013.jpg

        প্রয়োজনীয় উপকরণ 
          একটি মেহেদি 

IMG_20240517_101449_023.jpg

প্রথম ধাপ :
হাতের তালুতে দুই জায়গায় ফাঁকা রেখে কোনের মত মেহেদি দিয়ে আর্ট করে নিলাম।
IMG_20240517_101616_561.jpg

দ্বিতীয় ধাপ:
এরপর প্রথমে ছোট বৃত্ত আর্ট করে বৃত্ত টির গোল গোল পেঁচিয়ে একটি গোলাপ তৈরি করে নিলাম ।
img_1716178408878.jpg

তৃতীয় ধাপ:
এবার গোলাপ টির উপরে একটি ফুল আর্ট করবো । এবং ঐরকম তিনটি ফুল আর্ট করে ফুলের উপর গুলোতে ফোঁটা ফোঁটা দিয়ে নিলাম।
IMG_20240517_101832_549.jpg
IMG_20240517_102019_950.jpg

চতুর্থ ধাপ :
এরপর ফুলগুলো দুই সাইড দিয়ে পাতা আর্ট করে নিলাম।
IMG_20240517_102156_270.jpg

পঞ্চম ধাপ :
এরপর অপরদিকের ফাঁকা জায়গাটিতে ফুল আর্ট করে কোনের মত সোজা দাড়ি গুলোতে ফোঁটা ফোঁটা দিয়ে নিলাম।
IMG_20240517_102443_267.jpg
IMG_20240517_102638_054.jpg

ষষ্ঠ ধাপ :
এরপর দুইটি হাত তৈরি করে নিলাম।
img_1716180098647.jpg

অবশেষে আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে ।আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

IMG_20240517_103117_814.jpg

IMG_20240517_202056_702.jpg

IMG_20240517_110651_138.jpg

IMG_20240517_103613_013.jpg

ধন্যবাদ

Sort:  
 2 months ago 

আপনি তো দেখছি খুব ভালো মেহেদী দিতে পারেন হাতের মধ্যে। আজকে দেখছি অনেক সুন্দর একটা মেহেদির ডিজাইন অংকন করেছেন, যেটা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। হাত দুইটা একটু বেশি ভালো লেগেছে আমার কাছে দেখতে। এই ধরনের মেহেদির ডিজাইনগুলো দেখলেই একেবারে মুগ্ধ হই। আপনার আজকের করা এই মেহেদির ডিজাইন টা দেখে বুঝতে পারলাম আপনি অনেক সুন্দর মেহেদি দিতে পারেন। আপনার এই সুন্দর মেহেদির ডিজাইনের প্রশংসা তো করতেই হয়। আশা করছি এরকম সুন্দর সুন্দর মেহেদির ডিজাইন সব সময় শেয়ার করবেন।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

 2 months ago 

খুবই সুন্দর মেহেদী ডিজাইন করেছেন। আসলে মেহেদি ডিজাইনগুলো আমার অনেক ভালো লাগে। এই ডিজাইনগুলো হাতে অঙ্কন করলে আরো বেশি সুন্দর হয়। তাই আপনার ডিজাইনটা আমার অনেক বেশি ভালো লেগেছে।

 2 months ago 

মেহেদি ডিজাইনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে হাতে অঙ্কন করলেন। দৃশ্যটি অসাধারণ হয়েছে।

 2 months ago 

সুন্দর একটি মেহেদির ডিজাইন আপনি হাতে দিলেন। প্রত্যেকটি মেয়ের কাছে এই মেহেদী পরা খুবই শখের। আপনিও আজকে মেহেদী নিজের হাতে পরিয়ে সেই ডিজাইনগুলো ধাপে ধাপে শেয়ার করে নিলেন। ডিজাইনটি সিম্পল হলেও দেখতে খুবই সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে বিস্তারিত উপস্থাপন করার জন্য।

 2 months ago 

আপু আপনি খুব সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট শেয়ার করেছেন। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। গোলাপ ফুল যেমন সুন্দর হয়েছে তেমনি দুটি হাতের ডিজাইনও খুব সুন্দর হয়েছে। মেহেদি পড়তে আমার কাছেও অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য।

 2 months ago 

সবার হাতে মেহেদী পড়ানো হলেও অনেক সময় নিজের হাতে মেহেদি পড়ানোর সময় কিংবা সুযোগ হয় না। যাইহোক আপু আপনার মেহেদির ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাকেও আমাদের মাঝে পেয়ে অনেক ভালো লেগেছে আপু।

 2 months ago 

আমি লক্ষ্য করে দেখেছি প্রায় প্রত্যেকটা মেয়ে মেহেদির ডিজাইন খুবই বেশি পছন্দ করে। এই মেহেদির ডিজাইন টা আমার কাছে ভালো লেগেছে। আপনার মেহেদির ডিজাইন তৈরি করার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আপু।

 2 months ago 

আপু সব সময় আমরা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর মেহেদির ডিজাইনগুলো হাতে আঁকতে দেখি। তবে কখনো এভাবে হাতে হাত মেলানোর মেহেদী আঁকা দেখিনি। তাই আপনার মেহেদির ডিজাইনটি দেখে আমার কাছে কিছুটা ভিন্ন রকম মেহেদির ডিজাইন মনে হচ্ছে। আর এই ভিন্ন রকম মেহেদী ডিজাইন দেখে খুবই ভালো লাগলো, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56608.36
ETH 2976.28
USDT 1.00
SBD 2.15