লেভেল ৩ হতে আমার অর্জন - by @samsunnaharsuity
আসসালামুয়ালাইকুম ......
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য,এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। আমি লেভেল টু শেষ করে উত্তীর্ণ হয়ে লেভেল থ্রী এর ক্লাস করেছি। এবিবি স্কুল লেভেল থ্রী তে আমাদের মার্কডাউন এবং কিউরেশন রিওয়ার্ড পুল সম্পর্কে শেখানো হয়েছে।আমি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে করেছি এবং গত কাল ভাইবা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। আজকে আমি লেভেল থ্রীর লেকচার শিট থেকে কি কি প্রশ্ন উত্তর শিখেছি ।তা আপনাদের মাঝে শেয়ার করবো । যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি আমার মত সংশোধন করার চেষ্টা করব। চলুন এবার শুরু করা যাক।
১ । প্রশ্নঃ মার্ক ডাউন কি ?
নির্দিষ্ট কিছু কোড বা টেক্সট ফরম্যাট। যা দিয়ে লেখা ভিন্নরূপে সাজানো হয় , বা গুছিয়ে কোন কিছু উপস্থাপন করার জন্য যে সকল কোডিং এর ব্যবহার করা হয় তাই হলো মার্ক ডাউন।
২। প্রশ্নঃ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?
একজন কন্টেন্ট রাইটার বা ব্লগার যখন কোনো বিষয়ে লিখেন তখন তিনি চান তার লিখাটি যেন অনেক পাঠক পছন্দ করেন এবং পড়েন। মার্কডাউন হলো একটি বিষয়ের লেখা পাঠকের সামনে সৃজনশীল ভাবে উপস্থাপন করার একটি বিশেষ পদ্ধতি। মার্কডাউন ব্যবহার করে একটি আর্টিকেল চমৎকার ভাবে সাজানো যায় যা পাঠকদের লেখাটি পড়ার আগ্রহ সৃষ্টি করে।সুতরাং বলা যায় যে একটি আর্টিকেলে মার্কডাউন কোড ব্যবহার করে সেটিকে সুন্দরভাবে উপস্থাপন করা যায় আর এজন্য মার্কডাউন গুরুত্বপূর্ণ।
এছাড়া ধরেন আপনি কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম লিখতে চান এবং আমরা সবাই জানি কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম ইটালিক হরফে লিখতে লেখা হয় সেক্ষেত্রে লেখা ইটালিক করতে মার্কডাউন কোড লাগে। সূত্র, রাসায়নিক সংকেত লিখতেও মার্কডাউন ব্যবহার করতে হয়।
৩। প্রশ্নঃ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?
আমরা যে মার্ক ডাউন কোড গুলো ব্যবহার করব তার আগে ৪ টি স্পেস ব্যবহার করে কোড গুলো দৃশ্যমান করতে পারি।
৪। প্রশ্নঃ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্ক ডাউন কোড গুলো উল্লেখ করুন।
|User|Posts|Steem Power|
|---|---|---|
|User1|10|500|
|User2|20|9000|
⏬
দৃশ্যমান ফলাফল নিম্নরূপ।
User | Posts | Steem Power |
---|---|---|
User1 | 10 | 500 |
User2 | 20 | 9000 |
৫। প্রশ্নঃ সোর্স উল্লেখ করার নিয়ম কি?
সোর্স উল্লেখের জন্য ফার্স্ট ব্র্যাকেটর মধ্যে মূল ট্যাক্স দিতে হবে এবং পাঁচ ব্রেকেট এর মধ্যে হাইপার লিংকটি রাখতে হবে। মার্কডাউন কোডটি নিম্ন রূপ:
[লোকেশন এর নাম](লোকেশন এর লিংক)
⏬
দৃশ্যমান ফলাফল:
৬। প্রশ্নঃ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।
# header 1 (সর্বোচ্চ বড় সাইজ
## header 2 (হেডার-১ চেয়ে ছোট)
### header 3 (হেডার ২ এর চেয়ে ছোট)
#### header 4 (হেডার ৩ এর চেয়ে ছোট)
##### header 5 (হেডার ৪ এর চেয়েও ছোট)
###### header 6( সবচেয়ে ছোটসাইজ)
দৃশ্যমান ফলাফল নিম্নরূপ:
header 1 (সর্বোচ্চ বড় সাইজ)
header 2 (হেডার-১ চেয়ে ছোট)
header 3 (হেডার ২ এর চেয়ে ছোট)
header 4 (হেডার ৩ এর চেয়ে ছোট)
header 5 (হেডাট ৪ এর চেয়েও ছোট)
header 6( সবচেয়ে ছোট সাইজ )
৭। প্রশ্নঃ টেক্সট জাস্টিফাই মার্ক ডাউন কোড টি লিখুন।
উত্তরঃ মার্ক ডাউন কোড নিম্নরূপ:
<div class"text-justify"> আমার লেখা...</div>
দৃশ্যমান ফলাফল নিম্নরূপ:
৮। প্রশ্নঃ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?
কনটেন্ট অফিস নির্বাচনের ক্ষেত্রে আমাদের তিনটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দেয়া উচিত।
- জ্ঞান
- অভিজ্ঞতা
- দক্ষতা
- সৃজনশীলতা
এই তিনটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দিয়ে একটি কন্টেন্ট তৈরি করা হলে তা মানসম্পন্ন একটি কনটেন্ট তৈরি হবে।
৯। প্রশ্নঃ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন .?
আমরা যে বিষয় নিয়ে ব্লগে লিখবো সেই বিষয়বস্তুর উপর আমাদের যথেষ্ট পরিমান জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে। এদুটোর পাশাপাশি অভিজ্ঞতা থাকলে আরো ভালো হয়। আমাদের যে বিষয়ে যত বেশি অভিজ্ঞতা থাকবে আমরা সেই বিষয়টি বাস্তবসম্মত ভাবে তত সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারব। ধরুন আমরা যদি কোনো রেসিপি পোস্ট করি তবে সেটি রান্নার সমস্তকিছুর জ্ঞান এবং দক্ষতা আমার থাকতে হবে না হলে আমার ভুল তথ্য কিংবা অপর্যাপ্ত তথ্যে অনেকে দূর্ঘটনার সম্মুখীনও হতে পারে। আরো ভালো হয় যদি সেই রেসিপি প্রস্তুতের অভিজ্ঞতা আমাদের থাকে।
১০। প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?
আমরা জানি পোস্টে মোট ভোটের ৫০% অথোর এবং ৫০% কিউরেটর পেয়ে থাকে তাই এখানে আমি ৭ ডলারের ভোটে অর্ধেক অর্থাৎ ৩.৫ ডলার কিউরেশন রিওয়ার্ড আমি পাব। যেহেতু এটি পরবর্তীতে স্টিমে কনভার্ট হবে সুতরাং স্টিম এ কনভার্ট করার জন্য দেওয়া আছে স্টিম কয়ে
১১। প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?
কোন অথর তার পোস্ট পাবলিশ করার পাঁচ মিনিটের মধ্যে ভোট দিলে কিউরেটর কিউরেশন রিওয়ার্ড পাবে না। পোস্ট করার পাঁচ মিনিটের পর সবার আগে যিনি ভোট দেবেন তিনিই সর্বোচ্চ রিওয়ার্ড পাবেন এবং ৬ দিন ১২ ঘন্টা এর মধ্যে ভোট দিতে হবে।
প্রথম পাঁচ মিনিটের রিওয়ার্ড পারসেন্ট নিচে দেওয়া হলো
১ মিনিট পর ভোট দিলে ২০% পাওয়া যাবে, ৮০% রিওয়ার্ড পুলে যাবে।
২ মিনিট পর ভোট দিলে ৪০% পাওয়া যাবে , ৬০% রিওয়ার্ড পুলে যাবে।
৩ মিনিট পর ভোট দিলে ৬০% পাওয়া যাবে , ৪০% রিওয়ার্ড পুলে যাবে।
৪ মিনিট পর ভোট দিলে ৮০% পাওয়া যাবে , ২০% রিওয়ার্ড পুলে যাবে।
৫ মিনিট পর প্রথম ভোট দিলে ১০০% পাওয়া যাবে এবং শেষ বারো ঘন্টায় ভোট দিলে এইভাবে পারসেন্ট অনুসারে কিউরেশন রিওয়ার্ড কমতে থাকবে।
১২। প্রশ্নঃ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?
@Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে কেননা নিজের অল্প এসপি দিয়ে কিউরেট করলে আর্ন বেশী হয় না কিন্তু @Heroism এ একসাথে অনেক ইউজার গেলিগেশন করায় সেটি বেশী পাওয়াফুল এবং সেখানে অল্প এসপি ডেলিগেশন করে বেশি আর্ন হয়।
Device | Infinix hot 12 play |
---|---|
Camera | 13 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
লেভেল তিন থেকে মোটামুটি ভালই পরীক্ষা দিয়েছেন দেখলাম। আশা করব এভাবেই আপনি এগিয়ে যাবেন এবং ভেরিফাইড মেম্বার হবেন। প্রত্যেক লেভেলের ক্লাস গুলো মনোযোগ সহকারে করবেন এবং মাথায় রাখার চেষ্টা করবেন। তাহলে খুব শীঘ্রই ভেরিফাইড হয়ে আমাদের সাথে কাজ করার সুযোগ গ্রহণ করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।
আমিও একদিন আপনার মত এমন ক্লাসে ছিলাম এবং লিখিত পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে উত্তীর্ণ হয়েছি। আশা করব আপনিও লেভেল তিন পর্যন্ত যখন এসে গেছেন খুব শীঘ্রই ভেরিফাইড হয়ে যাবেন।