দুর্নীতিকে লাল কার্ড।

in আমার বাংলা ব্লগ21 days ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন ? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টাতে সক্ষম। তো চলুন শুরু করা যাক .....

20210822_151853.jpg

আমরা সবাই ছোটবেলায় রাজার গল্প শুনতাম। এক রাজ্যে এক রাজা ছিলেন। তার চোখে একটা সমস্যা দেখা দেয়। তিনি তার ডান চোখ দিয়ে কিছু দেখতে পারছেন না। তিনি অনেক চেষ্টা করলেন কিন্তুু কোন কিছুতেই এই সমস্যার সমাধান হচ্ছে না। বিষয়টা পুরো রাজ্যে ছড়িয়ে গেল। রাজা এখন দেখতে পারছে না। এই সময় রাজা ঘোষণা করলেন যে আমার সমস্যার সমাধান দিবে তাকে পুরষ্কার দেব যা এই রাজ্যে আগে কেউ কখনও দেখে নি! বিষয়টি জেনে রাজ্যে সকলেই রাজাকে বিভিন্ন পরামর্শ দিতে থাকে। কিন্তুু কোন কিছুতেই কোন কাজ হচ্ছিল না। এই অষুধের সমাধান দিবে কে ? এই নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। অবশেষে একজন লোক রাজার দরবারে উপস্থিত হলো। সেই লোকটি বলল আপনার সমস্যার সমাধান আছে। রাজা একটু খুশি হয়ে বললেন কি সমাধান ?

তখন লোকটি জানালো- আমাদের রাজ্যের পাশে যে রাজ্য আছে সেখানে একজন নামকরা চিকিৎসক আছে। সে যেকোনো অষুখ ঠিক করে দেয়। আপনি তার কাছে যান। রাজা বললো ঔ চিকিৎসককে ডেকে নিয়ে আসো আমি তার সাথে কথা বলতে চাই। তখন লোকটি জানায় উনি আপনার কাছে আসবে না। কারণ ঐ রাজ্যের সাথে আপনার খারাপ সম্পর্ক আছে। তখন রাজা নিরুপায় হয়ে বললেন তাহলে আমিই যাব উনার কাছে। তবে ছদ্মবেশ ধারণ করে ।

তখন রাজা আর দেরি না করি চলে গেলেন তার কাছে। কিন্তুু সেই চিকিৎসক রাজাকে চিনতে পারলেন। চিকিৎসক বললেন ভয় পাবেন না। আমি কাওকে জানাব না আপনি যে এই রাজ্যে। তখন চিকিৎসক বললেন আপনার সমস্যার কথা খুলে বলুন । তখন রাজা তার চোখের সমস্যার কথা বললেন। তারপর চিকিৎসক বললো আজ থেকে আপনি সবকিছু লাল দেখবেন। লাল ছাড়া অন্যকিছু দেখবেন না। আপনি মাস এক ধরে যদি শুধু একই রং দেখেন তাহলে আশা করি সব ঠিক হয়ে যাবে। তারপর রাজা তার রাজ্যে ফিরে সবকিছু লাল করতে চাইলেন । তিনি আজ থেকে লাল জামা, লাল জুতা পড়বেন৷ এভাবে আস্তে আস্তে তার রাজ দরবার পুরো লাল করে দিলেন। রাজ দরবারে কর্মরত সবাইকে বললেন আজ থেকে তোমারা সব কিছু লাল পরিধান করো।

এভাবে এভাবে দেখা গেলো সবাই শুধু লাল আর লাল জিনিস পড়ছে। ১ মাস পর রাজা বুঝতে পারলেন রাজার চোখ ঠিক হয়ে গেছে । রাজা তো মহা খুশি। তখন রাজা বললেন সেই চিকিৎসককে আমি পুরুষ্কার দিব। তখন রাজ্যের কর্মচারী তাকে ডেকে আনলেন। চিকিৎসক রাজ দরবারের সামনে আসতেই তাকে ফুলের মালা দিয়ে বরণ করল। উপর থেকে লাল রং ফেলে তাকে পুরো লাল বানিয়ে দিল। চিকিৎসক রাজার সামনে এসে বললো দেখেন এই অবস্থা।

তখন রাজা বললো আরে আপনিই তো বললেন আমি যদি সব লাল দেখি তাহলে চোখ ঠিক হয়ে যাবে। চিকিৎসক মাথায় হাত দিয়ে বললেন এরজন্য আপনি এতকিছু করলেন। সবকিছু লাল করে দিলেন ! আপনি আপনার চোখে লাল একটা চশমা লাগালেই তো পারতেন!

তখন রাজা একরকম লজ্জায় পরে গেলেন এবং বললেন আরে এভাবে তো ভেবে দেখে নি। লাল করতে করতে কত টাকা খরচ হলো...

তো বন্ধুরা আমরা যখন কোন সমস্যাই পড়ি তখন আমরা পুরো সমাজটাকে বদলে দিতে চাই। কিন্তুু দেখা যায় একটা ছোট্ট পরিবর্তন করলেই সেই সমস্যার সমাধান হয়ে যায়। তাই কোন সমস্যাই পড়লে আগে আমরা চেষ্টা করব নিজে থেকে কিছু পরিবর্তন করার। আগেই যদি ভেবে নেই এটা সমাধান করতে আমার এটা এটা কতকিছু করতে হবে। তাহলে হবে না৷ আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই কিন্তুু আমরা নিজেই দুর্নীতির সাথে জড়িত। আমরা এই করব আমরা ঐ করব। কিন্তুু নিজেই দুর্নীতি করে বেড়াই। তাহলে কিভাবে দুর্নীতিমুক্ত দেশ হবে? তাই আগে নিজে পাল্টান দেখবেন পরিবার পাল্টাবে। পরিবার পাল্টালে সমাজ পাল্টাবে৷ আর সমাজ পাল্টালে দেশ এমনি পাল্টে যাবে।

প্রদত্ত গল্পটি আরো তিন বছর আগে আমি একটি কনফারেন্স নেওয়া। গল্পটি বাংলাদেশের একজন পরিচিত শিক্ষক আয়মান সাদিক বলেছিল। গল্পটি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি গল্পটি ভালো লেগেছে।


Sort:  
 21 days ago 

ভাইয়া আপনার পোস্ট দেখে এবং পড়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন। আপনার সাথে আমি একমত দুর্নীতিকে লাল কার্ড। কেননা আজ আমাদের সমাজে দুর্নীতি মানুষের কোনো অভাব নেই । তারা যেন সবকিছু লুটে পুটে নিচ্ছে। আর এই দুর্নীতির শিকারে আজ অনেক মানুষ অসহায় হয়ে যাচ্ছে। তাই আমাদের নিজ নিজ জায়গা থেকে দুর্নীতিকে দমন করতে হবে। আর দুর্নীতিকে লাল কার্ড দিয়ে ই এই সমস্যার সমাধান করা সম্ভাব বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56400.87
ETH 2980.27
USDT 1.00
SBD 2.19