প্রকৃত সুখ কোথায় ?

in আমার বাংলা ব্লগ26 days ago

আসসালামু আলাইকুম

আমরা মানুষ আর মানুষ হচ্ছে সামাজিক জীব। আমরা হচ্ছি সৃষ্টির সেরা জীব। তাই নিশ্চই আমাদের মধ্যে এমন কিছু রয়েছে যার জন্য আল্লাহ আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে নামকরণ করছেন। এই পৃথিবীতে জগড়া-বিবাদ এর ফলে পুরো সমাজটা আজ কেমন জানি হয়ে গেছে ? যা ফলে আমরা আমাদের জীবনের প্রকৃতি সুখটাকে খুঁজে পাই না।

pexels-snapwire-6945.jpg
ক্রেডিট


আসলে এখন মানুষ ভুল জায়গায় তাদের সুখ খুঁজে যার ফলে তারা সুখের বদলে দুঃখ কষ্ট পেতে থাকে। আপনি ভুল জায়গায় নিজের আনন্দ খুঁজছেন না তো ?
প্রতিটি মানুষ জীবনে সুখী হতে চায়। মানুষ মনে করে হয়তো তার বাড়ি গাড়ি কিংবা বেশি ধনসম্পদ থাকলেই সে তার জীবন আনন্দে কাটিয়ে দিতে পারবে। আর এসব বাড়ি গাড়ি তৈরি করতে প্রয়োজন টাকা।

আর আমরা ছোটবেলা থেকেই টাকার কথা শুনে বড় হই। তাই টাকা যে কতটুকু মূল্যবান তা নিশ্চয়ই ব্যাখ্যা করতে হবে। একটা সাদা কাগজ যার হয়তো তেমন মূল্য নেই কিন্তুু কাগজটা যদি মোটা অংকের টাকা হয় তাহলে তা মূল্যবান হয়ে যায়৷ আর আমরা এই টাকার পিছনে দৌড়ি। টাকা আর টাকা। মানুষ যত পায়, ততো চায়। আজ আপনি এক লক্ষ টাকার মালিক হলে কাল আপনি ২ লক্ষ টাকার মালিক হতে চাইবেন৷ এই টাকার পিছনে ছোটছুটি করতে করতে দেখবেন একদিন আপনার বয়স হয়ে গেছে আর আপনি মৃত্যুবরণ করবেন।


pexels-sassu-anas-732629.jpg
ক্রেডিট

একজন নৌকার মাঝি সে একবার আপন মনে ঘুমাচ্ছিল। হঠাৎ এক লোক তাকে ডেকে বলল ভাই আমাকে নদী পার করে দিন। মাঝি বলল আমি ভাই এখন পারব না। আমি একটু বিশ্রাম নিচ্ছি। তখন লোকটি অন্য নৌকা না পেয়ে মাঝিকে বলল আমি আপনাকে ভাড়ার চেয়ে দিগুণ দিব। আমাকে নিয়ে চলুন। তবুও মাঝি আর রাজি হলো না। এটা দেখে সেই লোক অনেক অবাক হলো।

আর বলল, আচ্ছা আমি তিনগুণ দিব ! মাঝি একটু হেঁসে বলল এত টাকা দিয়ে কি হবে ? লোকটি মাঝিকে বোকা ভেবে বলল এত টাকা হলে আপনি এরকম আরও ৪-৫ টা নৌকা কিনতে পারবেন। মাঝিটি বলল, ৪-৫ টা নৌকা দিয়ে কি হবে? লোকটি বলল আপনি সেগুলো ভাড়া দিয়ে আরও টাকা ইনকাম করতে পারবেন। এরপর দেখবেন আপনি অনেক টাকার মালিক হয়ে গেছেন। মাঝি বলল অনেক টাকার মালিক হলে কি হবে...? এবার লোকটি এক প্রকার রেগে বলল বেশি টাকা হলে কি হবে জানেন না? আপনি জীবনে সুখী হয়ে যাবেন। সুখ পাবেন !


মাঝি হেসে বলল তো এখন আমি কি করছি ? এই যে আপন মনে বাতাসে আমি বিশ্রাম নিচ্ছি এটাই আমার সুখ৷ আমরা মনে করি হয়তো টাকা পেলেই সুখ চলে আসে জীবনে। কিন্তুু আপনি এখন যে অবস্থানে আছেন সেই অবস্থানটি উপভোগ করুন। দেখবেন আপনি জীবনে প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন।

pexels-andrea-piacquadio-3799837.jpg
ক্রেডিট


কখনও হতাশ হবেন না। কারণ আপনার আজ যা আছে হয়তো আরেকজনের তা নেই। যেমন ধরুন আপনার কাছে একটু সুন্দর দামী মোবাইল আছে। কিন্তুু অন্য আরেকজন সেটা কিনার ইচ্ছে করছে।

তাই আপনার যা আছে তা নিয়ে সুখে থাকুন। আপনি যা পেয়েছেন তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। কখনও হতাশ হবেন না। আপনি যে অবস্থানে কাজ করতে চাচ্ছেন, হয়তো বা সেটা আপনার জন্য আনন্দময় নাও হতে পারে। আপনি এমন একটা কাজ বেঁচে নিন যা করে আপনি শান্তি পাবেন। যা করার প্রতি আপনি ইন্টারেস্টেড। যে কাজে আপনার মন নেই সে কাজ কেন করছেন ?


আগে নিজেকে চিনুন। নিজের জীবন ইনজয় করুন। যখন আপনি আপনার চাকরির ফাঁকে ফাঁকে ছুটি পান। সে সময় আনন্দ করুন। প্রকৃত সুখ এমনি খুঁজে পাবেন। আপনার কাছেই আছে সুখ একটু অনুসন্ধান করুন।

সুখ-দুঃখে ভরা আমাদের এই পৃথিবী। আপনি সবসময় সুখে থাকতে পারবেন না। আপনাকে হয়তো কখনও কষ্টের মধ্য দিয়েও যেতে হবে৷ কিন্তুু যখন কষ্ট পাবেন তখন নিজে হতাশ হবেন না। দুঃখের সাথে লড়াই করতে হবে।


যা আপনি পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়টি নিয়ে কাজ করুন। কারণ আপনি সে বিষয়ে কাজ করেই জীবনে সুখ পাবেন। আপনার দক্ষতা কাজে লাগিয়ে পুরো পৃথিবীকে বদলে দিন !

টাকা পিছনে না দৌড়ে আপনি যে কাজটি করতে চান সে কাজে গভীর মনোযোগ প্রদান করুন এতে করে আপনি জীবনে অনেক সফলতাও অর্জন করতে পারবেন। আর সফলতা অর্জন করতে পাড়লে টাকা আপনার পিছনে দৌড়াবে।


pexels-roman-odintsov-4552990.jpg
ক্রেডিট

আর এটা আমাদের সব সময় মনে রাখতে হবে আমাদের জীবনে আনন্দের পাশাপাশি দুঃখ কষ্ট আসবে। এমন সময় হতে পারে যখন আপনার পাশে কেউ নেই। এমন সময় হতে পারে যখন আপনি এতটাই বিপদে যে কেউ আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে এসছে না। তখন আল্লাহর প্রতি ভরসা রাখুন। হতাশ হবেন না।

আপনি যে পরিস্থিতিতে আছেন, সেই পরিস্থিতির মোকাবেলা করুন। আপনি যখন পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন তখনই সেই বিপদ থেকে মুক্ত হতে পারবেন এবং আপনি আপনার জীবনে সুখ আনন্দ খুঁজে পাবেন। আসলে আমাদেরকে সুখ খুঁজতে হবে সঠিক স্হানে। এবং সেই সঠিক জায়গাটা কোথায় সেটা আপনি ভালো জানেন।

আপনার জন্য আপনিই যথেষ্ট। তাই সেই সঠিক পথে চলুন। কখনও আমাদের খারাপ পন্থা অবলম্বন করা যাবে না। কারণ হয়তো খারাপ পথ অবলম্বন করে আপনি সুখ পেতে পারেন। তবে সেই আনন্দ চিরদিনের জন্য নাও হতে পারে। হতে পারে সেটা আপনাকে কঠিন বিপদে ফেলবে। তাই আমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে। কেননা প্রতিটি কাজেই কষ্ট করতে হয় সময় দিতে হয়।


জীবনকে নতুন করে চিন্তা করুন আসল সুখ আপনার হাতেই!


Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56400.87
ETH 2980.27
USDT 1.00
SBD 2.19