আমার হাতে তোলা কিছু চমৎকার ফটোগ্রাফি।।

in আমার বাংলা ব্লগ29 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করছি সবাই ভালো আছেন৷ আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি৷
আজকের পোস্টের আমি আমাদের এলাকা থেকে অনেকটা দূরে খাগছিড়ি নামক একটি স্হানে অবস্থান করেছিলাম গত তিন দিন। সেখানে বিভিন্ন কাজে ব্যাস্ত থাকায় আমি মোবাইল চালানোর সুবিধা পাই নি। তবে যখন কাজের ফাঁক ছিল তখন আমি কিছু ছবি তুলেছিলাম যাতে স্টিমিটে পোস্ট করতে পারি তো চলুন ফটোগ্রাফিগুলো দেখে আসি।


সূর্য উদয়ের সময়

IMG_20210910_050631.jpg
লোকেশন

সত্যি আল্লাহ কত সুন্দর করে এই প্রকৃতি তৈরি করেছেন। তখন আমি ফজরের নামাজ পড়ব । এখনও কিছু সময় বাকি ছিল৷ এই সময়ের ফাঁকে আমি ছবিটি তুলেছিলাম। এই জায়গাটা হচ্ছে একটি নদী। এখান থেকে অনেক বাতাস আসে।

বাতাস এত পরিমাণ আসে যে অনেক সময় ফ্যান ছাড়ার প্রয়োজন পরে না। আমি একটি অন্য ধরনের ছবি তুললাম৷ সূর্য উদয় হওয়ার কিছু সময় পর্বেই এই ছবিটি তুলেছিলাম। হাওর এলাকার মানুষগুলো অনেক কাজ করতে ভালোবাসে৷

তারা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে কাজ করে। এখানে পানি পথে তারা অনেক মালামাল আনা নেওয়া করে। জেলেরা মাছ ধরে। এখানে মাছগুলো খেতে প্রচুর সুস্বাদু। তবে একটি বিষয় লক্ষ্য করলাম ওরা বেশি ঝাল খায়।


ভোরবেলা

IMG_20210910_055146.jpg
লোকেশন


ফজরের নামাজ পড়ার পর আমি একটু হাঁটতে বের হয়েছিলাম৷ হঠাৎ একটি মাদ্রাসা দেখতে পেলাম। মাদ্রাসার দিকে গেলাম। তারপর এত সুন্দর দৃশ্য দেখলাম, যা আমি আগে কখনও দেখি নি !

সত্যি সকালের আকাশটা কতটা সুন্দর। আকাশের পাশাপাশি নদীর পানিটাও অনেক সুন্দর লাগছে। তবে এখানে মানুষ খুব কম আশা যাওয়া করে। যেহেতু শিক্ষপ্রতিষ্ঠান বন্ধ মুলত তার জন্য। এখানে তিন দিকে পানি রয়েছে। আবার একদম পাশে একটি মাটির রাস্তা করে দেওয়া হয়েছে যেনো মানুষ হাঁটাচলা করতে পারে।

উপজেলা পরিষদ

IMG_20210909_141941.jpg

লোকেশন

এটি এই এলাকার উপজেলা পরিষদ। এখানে উন্নয়নমূলক কাজ করা হয়ে থাকে। এর দুইপাশে রয়েছে নদী। আর রাস্তা দিয়ে মানুষ চলাচল করে থাকে। রাস্তার ডানে রয়েছে উপজেলা পরিষদ আর বামে আছে মাদ্রাসা।

উপজেলা পরিষদটি খুবই সুন্দর। ডিজাইন অনেক চমৎকার ছিলো। যেহেতু এই জয়গাটাই পানি আর পানি তাই এই উপজেলা পরিষদটির নিচের দিকে পানি রয়েছে। কিন্তুু তবু্ও এটি টিকে আছে৷ আর এখানে আকাশ অনেক সুন্দর যা উপভোগ করা যায়। খুবই সুন্দর একটি জায়গা এটি।


প্রাকৃতিক দৃশ্য

IMG_20210909_141939.jpg

লোকেশন

IMG_20210910_055605.jpg
লোকেশন

১ম ছবি -

প্রদত্ত জায়গায় একদম কিনারে রয়েছে সুন্দর সুন্দর গাছ। কেউ দেখলে মনে করবে ছবিটি হয়তো পাহাড়ি কোন অঞ্চল থেকে তোলা। তবে এটি কিন্তুু একটি নদীর ছবি। নদীর এক প্রান্তে রয়েছে গাছ। সত্যি কত সুন্দর ! শীতকালে মূলত পানি শুকিয়ে গেলে এখানে হয়তো গাছ জন্মায়।

২য় ছবি-

এই ছবিটি দেখে মনে হচ্ছে একটি দ্বীপ৷ চারদিকেই শুধু পানি। মাঝখানে আছে কিছু গাছ-পালা। নদীর এই ছবিটিও খুব সুন্দর। এই জায়গায় জেলারা মাছ ধরে থাকে। তারা মাছ ধরে তাদের জীবিকানির্বাহ করে থাকে। এছাড়াও এখান থেকে বালু তুলার কাজ করা হয়। আমি এখানে গোসল করেছি। এখানের পানি বেশ পরিষ্কার। পানি একদম সাদা৷

কলেজ

IMG_20210909_083901.jpg
লোকেশন

IMG_20210909_083906.jpg
লোকেশন

আজকের পোস্টের সর্বশেষ ছবি। এটা কলেজ। এটি আমাদের উপজেলার একটি কলেজ। এখানে রয়েছে একটি মসজিদ। কলেজ মাঠে প্রতি বিকেলে মানুষ খেলাধূলা করে থাকে৷ আমি এখানে হাঁটাহাটি করি অনেক সময়৷ এখানে একটি রাস্তা আছে যার পাশে বসে মানুষ খেলা দেখে। কলেজে প্রায় চারটি ভবন আছে। এখানে অনেক মানুষজন প্রতিবছর পড়াশোনা করে।


Sort:  
 29 days ago 

অসাধারণ সব ফটো ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ধারণ করা এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য দেখে যেন মুগ্ধ হলাম। স্কুল মাঠের চিত্র যেমন সুন্দর ছিল ঠিক তেমনি পানীয় গাছপালার চিত্রগুলো দেখার মত ছিল।

 29 days ago 

অনেক অনেক ভালো লাগলো ভাইয়া আপনার এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে, যেখানে ভোরের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য ফটোগ্রাফি করেছেন। এদিকে উপজেলা পরিষদের চিত্রপর। আর এভাবে বিভিন্ন পর্যায়ের ফটো শেয়ার করেছেন আপনি। আর এই সব মিলে হয়েছে অসাধারণ একটি পোস্ট তৈরি।

 29 days ago 

ভোর বেলার দৃশ্যটি চমৎকার হয়েছে ভাইয়া। এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। আর আপনি অনেক ভালো ফটোগ্রাফি করেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকার ছিল ভাইয়া। ধন্যবাদ আপনাকে দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 29 days ago 

সূর্যোদয়ের অসাধারণ সৌন্দর্য বেশ মনমুগ্ধকর। সকালবেলা প্রাকৃতিক সৌন্দর্য খুবই দুর্দান্ত থাকে। আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। নদীর পাড়ের নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য বেশ দারুন। এত চমৎকার সূর্যাস্তের প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56400.87
ETH 2980.27
USDT 1.00
SBD 2.19