৩ টি কপিরাইট ফ্রী ওয়েবসাইট (ছবি ও ভিডিও এর জন্য)

in আমার বাংলা ব্লগ24 days ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। স্টিমিটে আমরা কোন পোস্ট লিখার সময় ছবি ব্যবহার করে থাকি। এই ছবিগুলো সাধারণত আমাদের মোবাইল দিয়ে তুলা। তবে অনেক সময় ভিন্ন ধরনের পোস্ট লিখার সময় আমাদের ছবির প্রয়োজন পড়ে, যা আমরা সাধারণত আমাদের আশেপাশের পরিবেশে পাই না। এরজন্য আমরা ইন্টারনেটে ছবি খুঁজি। গুগুলে যেকোনো ছবি খুঁজে পাওয়া সহজ তবে কপিরাইট ফ্রী ছবি নয়! আপনি যদি আপনার মন মতো ছবি নেন যা কপিরাইট ফ্রী নয় তাহলে আপনার পোস্টে ডাউনভোট আসার সম্ভবাবনা থাকে। শুধু তাই নয় এতে কমিউনিটি সমস্যার সম্মুখীন হবে। তাই যদি ইন্টারনেট থেকে কিছু নিতেই হয় তাহলে কপিরাইট ছবি নিতে হবে। এরফলে আমরা নিরাপদ থাকব। কোন সমস্যা হবে না। তাই আজকে ভাবলাম এই বিষয়ে একটা পোস্ট লিখা যাক।

PicsArt_12-03-07.40.20.jpg

কপিরাইট ফ্রী মানে কি ?

বর্তমান সময়ে প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যার মধ্যে আছে ইন্টারনেট। মূলত ইন্টারনেটেই সকল কাজ শুরু হচ্ছে পৃথিবীতে। বিশেষ করে গতবছর করোনা প্যানডেমিকে যখন মানুষ ঘর থেকে বের হতে পারছিল না তখন মানুষ ইন্টারনেটকে কাছে থেকে অনুভব করেছে। করোনাকালিন সময়ে অনেক প্রতিষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে কাজ করেছে। যার ফলে এখন ইন্টারনেটভিত্তিক অনেক ওয়েবসাইট তৈরি হয়েছে। আমরা সাধারণত ইন্টারনেটে যা ভালো লাগে তা কপি করে ফেলি। তবে অনেকেই জানি না এটা একটা ক্রাইম। যদি আপনি কারো অনুমতি ছাড়া তার কোন ছবি বা অন্য কোন ডকুমেন্টস নিজের বলে চালিয়ে দেন বা নিজের কোন কাজে ব্যবহার করেন তবে তা কপিরাইট বলে গণ্য হবে।

বাংলাদেশে ১৯৭৪ সালে কপিরাইট আইন চালু হয়ে। পরবর্তীতে ২০০০ সালে নতুন আইন চালু হয়। সর্বশেষ ২০০৫ সালে এতে কিছু সংশোদন করা হয়। এই সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

এবার কপিরাইট ফ্রী কি তা নিয়ে আলোচনা করা যাক। ধরুন আপনি একটা ছবি পছন্দ করলেন। এবং আপনি সেই ছবির মালিকের সাথে কথা বলে অনুমতি নিলেন। তাহলে এই ছবিটি আপনার জন্য কপিরাইট ফ্রী। কেউ যদি তার কোন ডকুমেন্টস সবার জন্য ব্যবহারের অনুমতি দেয় তবে তা সবার জন্য কপিরাইট ফ্রী। আপনি জেনে খুশি হবেন বর্তমানে অনেক ওয়েবসাইট আছে যেখানে কপিরাইট মুক্ত ছবি ও ভিডিও ব্যবহারের অনুমতি দিচ্ছে। তাই আমি আপনাদের জন্য ৫ টি বেস্ট কপিরাইট ফ্রী ওয়েবসাইট বাঁচাই করছি।

Pexels

লিস্টের প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে তার নাম পিক্সেল। ওয়েবসাইটটি ২০১৪ সালে যাত্রা শুরু করে। বর্তমানে খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট এটি। যারা গ্রাফিক্স ডিজাইনার তারা হয়তো ক্যানভা কোম্পানির সাথে পরিচত। মূলত ক্যানবা হলো ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা। এখানে প্রায় ৩.২ মিলিয়ন ছবি রয়েছে। এখানে ছবির পাশাপাশি ভিডিও রয়েছে।

ওয়েবসাইটটি ভিজিট করতে এখানে ক্লিক করুন

Screenshot_2021-12-02-11-02-35-406_com.android.chrome.jpg

ওয়েবসাইটে যেকোন ছবি পাওয়া যায়। এবং সবগুলো কপিরাইটমুক্ত। আরেকটি মজার বিষয় হচ্ছে এখানে আপনি অনেকগুলো ফরমেটে ছবি অথবা ভিডিও ডাউনলোড করতে পারবেন


videezy

Screenshot_2021-12-02-11-16-53-316_com.android.chrome.jpg

লিংক

ভিডিওজি একটি কপিরাইট ফ্রী ওয়েবসাইট। এখানে রয়েছে ভিডিও ধরনের ভিডিও। আপনার প্রয়োজন মতো যেকোনো ভিডিও এখানে পেতে পারেন। তবে এখন কিছু দিক জেনে রাখা ভালো৷ এখানে শুধুমাত্র ভিডিও পাওয়া যায়। কিছু কিছু ভিডিও রয়েছে যার জন্য টাকার প্রয়োজন পড়বে। তবে এখানে ফ্রী অনেক ভিডিও পাওয়া যায়। এখানে আফটার ইফেক্ট টেম্পলেট পাওয়া যায়।


videvo

Screenshot_2021-12-03-19-24-17-040_com.android.chrome.jpg
লিংক

এটিও একটি চমৎকার কপিরাইট ফ্রী ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ছবি ও ভিডিও সবকিছু ফ্রী ডাউনলোড করার সুবিধা রয়েছে। এই ওয়েবসাইটি ব্যবহারের জন্য খুবই সহজলভ্য। আনুমানিক ৫ লাখেরও বেশি ভিডিও ও ছবি এখানে রয়েছে।


আজকের পোস্টটি এখানেই শেষ করছি। পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই ভোট ও কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।


Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56087.39
ETH 2965.10
USDT 1.00
SBD 2.15