পরিশ্রম সফলতার চাবিকাঠি ||

in আমার বাংলা ব্লগ17 days ago

Assalamu Alaikum


আমাদের জীবনে সফলতা পাওয়ার জন্য পরিশ্রম অনেক গুরুত্বপূর্ণ। একজন মানুষ শূন্য থেকে সফল হতে পারে পরিশ্রম করার মাধ্যমে। আমি মনে করি সবার কাছে সমান সুযোগ হয়তো নেই,কিন্তু সবাই চাইলেই পরিশ্রম করতে পারে। প্রতিটি কাজেই পরিশ্রম জরুরি। যেমন আমাদের স্টিমিট প্ল্যাটর্ফমের কথা ধরা যাক। স্টিমিটে প্রথম দিকে হয়তো আশানুরূপ ফলাফল আপনি নাও পেতে পারেন।


pexels-adil-alimbetov-303159.jpg

Source


কিন্তু বেশ কিছু দিন পরিশ্রম করার পর আপনিও সফল হতে পারবেন। আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন প্রতিটি সেক্টর আপনার পরিশ্রমকে মূল্য দিবে। আমরা অনেকেই একটা বিষয় নিয়ে আপসোস করি আমরা বলি ওর মতো মেধা বুদ্ধি আমারও যদি থাকতো!

এমন সব কথা বলে নিজেকে নিজেই আমরা ডিমোটিভেট করছি। এটা কোন ভাবে আপনাকে সাফল্য এনে দিবে না। আপনার মেধা না থাকলেও আপনি পরিশ্রম তো করতে পারেন।


pexels-andrea-piacquadio-842548.jpg

Source


পরিশ্রমের ফলে আপনি ঐ কাজে দক্ষ হয়ে ওঠবেন। আর আস্তে আস্তে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। যত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আপনি ঐ সেক্টরে ততো সফলতা পাবেন।

আর পরিশ্রম + অভিজ্ঞতা = সফলতা। কারণ একজন পরিশ্রমী মানুষ এত সহজে হার মানে না। পরিশ্রম করতে শিখুন আপনিও হারবেন না।

বর্তমান সময়ে আমরা চারিদিকে শুধু উন্নতি লক্ষ্য করছি। দেখুন এই সময় শুরু পরিশ্রম করলে হবে না। আপনাকে স্মার্ট ওয়েতে পরিশ্রম করতে হবে। আমরা অনেকেই মাথা কাটিয়ে কাজ করি না।

যার ফলে ফলাফল শূন্য হয়। পরিশ্রম এমন জায়গায় করুন যে জায়গায় আপনি ভালো বেনিফিট পাবেন। আপনি এমন জায়গায় কাজ করছেন যেখানে বেনিফিট কম সেখানে পরিশ্রমের সঠিক মূল্য আপনি পাবেন না।

আমাদের দেশে পরিশ্রমী মানুষের সংখ্যা কেন জানি কমে যাচ্ছে। পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া কঠিন। যারা আজ সফল তারা পরিশ্রমকে অনেক মূল্য দেয়। সফল ব্যাক্তিদের যখন প্রশ্ন করা হয় আপনি কিভাবে সফল হলেন? তাদের প্রশ্ন উত্তরে পরিশ্রম নামের শব্দটা থাকবেই।


pexels-cottonbro-studio-4069289.jpg

Source


পরিশ্রম সফলতার মূল চাবিকাঠি। হয়তো এই বাক্যটি আপনিও শুনেছেন। তো বন্ধুরা পরিশ্রম আমাদের জীবনে কতটা মূল্য রাখে সে সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোন পোস্টে। ধন্যবাদ সবাইকে পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য।

Sort:  
 17 days ago 

এটা অবশ্য ঠিক বলেছেন একজন মানুষ শূন্য থেকে উঠে এসেও সফল হতে পারে। যদি তার পরিশ্রম করার মানসিকতা থাকে। পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসে না। আপনার লেখা পোস্ট পড়ে খুবই ভালো লেগেছে আমার। অসাধারণ লিখেছেন আপনি।

 17 days ago 

আসলে সফলতা অর্জন করার জন্য পরিশ্রম করা খুবই জরুরী। কারণ পরিশ্রম করা ছাড়া সফলতা কখনো পাওয়া যায় না। যে যতো বেশি পরিশ্রম করেছে সে ততো বেশি সফল হয়েছে এইটাই বাস্তবতা। আপনি ঠিক বলেছেন, পরিশ্রম সফলতার চাবিকাঠি। পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। সুন্দর বিষয় উপস্থাপন করেছেন, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56087.39
ETH 2965.10
USDT 1.00
SBD 2.15