পাপকে ঘৃণা করো পাপীকে নয় !

in আমার বাংলা ব্লগ25 days ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন ? আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ!

Capture 2021-08-28 16.13.36.jpg

Background Credit

পাপ এমন এক জিনিস যা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়। ধরে নিন, আপনার খুবই কাছের এবং পরিচিত একজন মানুষ। যে সবার সামনে অনেক ভালো মানুষ। আপনিও তাকে অনেক সম্মান করেন। কিন্তুু হঠাৎ আপনি দেখলেন সে একটি পাপ কাজের সাথে লিপ্ত যা খুবই জঘন্য। আপনার হয়তো তার সম্পর্কে ধারণা পাল্টে যেতে পারে। আপনি হয়তো তাকে আর আগের চোখে দেখতে পারবেন না। তার প্রতি শুধু আপনার ঘৃণা বাড়তে থাকবে। যখন একজন ভদ্রলোক একটা খারাপ কাজ করে ফেলে তখন এটা যখন সবার সামনে জানাজানি হয় তখন আমরা তাকে আর আগের মতো পছন্দ করি না।

যদি পাপ সম্পর্কে বলি তাহলে, পাপ হচ্ছে এমন এক জিনিস যার শুধু খারাপ দিক রয়েছে। এর কোন ভালো দিক নেই। পাপ মানুষের জন্য ছাড়া কঠিন। কারণ পাপ এটা আপনাকে নেশায় পরিণত করা হবে। যার ফলে আপনি সে কাজটা শুধু করতেই থাকবেন। আপনি বার বার চেষ্টা করলেও হয়তো পাপ থেকে বিরত থাকতে পারবেন না। সেই পাপ করতে শুধু মন চাই। এটা না করলে আপনার ভালো লাগবে না। তাই মানুষ এই পাপকে খারাপ চোখে দেখে।

কেন, পাপকে ঘৃণা করো পাপীকে নয় ?

একজন মানুষ একটা পাপ কাজ করতেই পারে তার ফলে আমরা যে তাকে পুরোপুরি খারাপ বলব তা কিন্তুু সঠিক নয়। কারণ মানুষ মাত্রই ভুল। পাপ আপনিও করেন আবার পাপ আমিও করি। কেউ অনেক বড় বড় পাপ কাজ করে আবার কেউবা অনেক ছোট ছোট পাপ কাজ করে। আবার অনেকে আছে যারা ছোট ছোট পাপকে কোন পাপ মনে করে না!

তারা প্রতিনিয়ত শুধু পাপ করে যাচ্ছে কিন্তুু তারা এটাথেকে বের হতে চায় না। আর যে পাপ করে কিন্তুু তারপর অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা চায় তাকে কেন ঘৃণা করব ? সে তো তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো সে অনেক অনেক ভালো কাজ করেছে কিন্তুু সে একটি আপরাধ করে ফেলেছে তার জন্য আমরা শুধু তার আপরাধটাকেই দেখব তা কিন্তুু নয়। একজন মানুষের ভালো দিক আছে। আবার খারাপ দিকও আছে। আগে বিবেচনা করতে হবে খারাপ দিক বেশি নাকি ভালো দিক বেশি। যদি তার ভালো দিকটাই বেশি থাকে তাহলে কেন আমরা তাকে ঘৃণা করব ?

তাই নিজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আমাদের

কিভাবে নিজেকে পাপ থেকে মুক্ত করব ?

.পাপ থেকে মুক্ত হতে আমাদের অনেক ধৈর্য ধারণ করতে হবে। কেননা আপনি যে পাপটা থেকে মুক্ত হতে চাচ্ছেন আপনি হয়তো সেটা করতে বের্ধ হবেন। তাই আপনি যদি বের্ধ হয়ে যান তাহলে আবার চেষ্টা করুন। আমার দ্বারা হবে এই কথাটা মাথায় রাখতে হবে। মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে। হয়তো সে চেষ্টা করে না তাই পারে না। আবার চেষ্টা করে একবার না পারলে মানুষ আর চেষ্টা করতে চায় না। এই কাজগুলো আমাদের বুঝতে হবে। যখন আপনি জিনিসগুলো মন থেকে অনুধাবন করবেন ঠিক তখনই দেখবেন আপনি পাপ কাজ আস্তে আস্তে ছেড়ে দিতে সফল হচ্ছেন।

. আপনি যে কাজটা করছেন সেটার ক্ষতিকর দিক সম্পর্কে জানুন। যদি এর ক্ষতিকর দিক সম্পর্কে আপনি জানেন তাহলে হয়তো আপনি পাপ কাজটা ছেড়ে দিতে পারেন। আপনি সেই কাজটা করছেন যা শুধু আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে এমন কাজ আপনি কেন করবেন ? আপনি চাইলে গুগুল অথবা ইউটিউব থেকে এই সম্পর্কে ভিডিও দেখতে পারেন। সাধারণত মানুষ এমন কোন কাজে যাবে না। যার ফলে সে ক্ষতির সম্মুখীন হবে। হয়তো নিজের অজান্তেই আপনি এমন কাজ করছেন যা আপনার সবশেষ করে দিচ্ছে। তাই আপনি যে কাজ করেন না কেন তার ভালো দিক ও খারাপ দিক সম্পর্কে জানবেন !

. নিজের পাপ কাজ থেকে বাঁচতে অন্যের সহযোগিতা নিন। আপনি হয়তো নিজে পাপ কাজটা ছাড়তে পারছেন না। এই জন্য আপনি চাইলে অন্যের সহযোগীতা নিতে পারেন।হতে পারে সে আপনার বন্ধু। মনে রাখবেন একজন বন্ধু আপনাকে ভালো কাজে ফিরে আনতে পারে আবার একজন বন্ধু আপনাকে খারাপ কাজে নিয়োজিত করতে পারে। তাই সে মানুষটাকেই বেছে নিতে হবে যে আপনার জন্য কল্যাণকর

. আপনি চাইলে এমন মানুষের কাছে যেতে পারেন যে এই পাপ কাজে আগে জড়িত ছিল কিন্তুু এখন সে ফিরে এসেছে। আপনি তার কাছ থেকে গল্প শুনতে পারেন। তাহলে এটা আপনাকে মোটিভেইট করবে আশা করি। কেননা তার কাছ থেকে আপনি এমন নর্দেশ পাবেন যা সত্যিকর্যকর হবে। তার সাথে আপনি কিছু সময় কাটান। দেখবেন ও আপনাকে আরও সময় দিতে রাজি হবে। আর হতেও পারে এই কাজের জন্য আপনি পাপ মুক্ত হতে পারছেন

তো বন্ধুরা আশা করছি আজকের পোস্টটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভোট ও কমেন্ট করবেন।

Sort:  
 25 days ago 

পাপকে ঘৃণা করো পাপীকে নয় একদমই ঠিক বলেছেন। আমাদের পাপ কাজ গুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে আমাদের পাপ কম হবে। আপনার লেখা জেনারেল রাইটিং সব সময়ই ভালো লাগে ধন্যবাদ আপনাকে।

 24 days ago 

আজকে খুব সুন্দর একটি বিষয় আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। পাপ একজন মানুষকে অন্ধকারের দিকে ধাবিত করে। তবে পাপী ব্যক্তিটি যে পুরোপুরি খারাপ এমনও নয়। অধিকাংশ সময় তার সঙ্গে তাকে ধ্বংসের দিকে ধাবিত করে। তাই আমরা পাপকে ঘৃণা করবো পাপীকে নয়। পাপীকে আমরা সুন্দর এই পৃথিবীর মধ্যে মানুষ করে গড়ে তোলার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56400.87
ETH 2980.27
USDT 1.00
SBD 2.19