একটি শীতের সকাল
শীতের সকাল
কুয়াশার আস্তরণ আর কাদা ধূলিহীন পরিবেশকে সঙ্গী করে মনোরম হয়ে ওঠে শীতের সকাল। যখন সূর্য এই কুয়াশার আস্তরণ ভেদ করে উঠে চতুর্দিকে রূপালি আলো ছড়িয়ে পড়ে। তখন প্রকৃতিপুঞ্জ ঝলমল করে ওঠে। অন্যান্য ঋতুর বেলায় যে উদ্দামতা শীতের সকালে তা অনুপস্থিত।
মাঝে মধ্যে দেখা মিলে কুয়াশাচ্ছন্ন সকাল।চারদিকে মনে হয় শুধু মেঘে ডাকা।সূর্য মামাও দেখা দেয় দেরিতে।
নানা ধরনের পিঠার আয়োজন চলে বাংলার ঘরে ঘরে। ভাপা পঠা ও চিতল পিঠা এর মধ্যে অন্যতম।এর পাশাপাশি নানা ধরনের পিঠাও রয়েছে। তবে আগের মতো এখন আর সবাই মিলে আড্ডা জমায় না।প্রত্যেকে ব্যস্ত হাতে মুঠো ফোন নিয়ে।
আজ এইখানে শেষ করলাম। দেখা হবে নতুন কোনো গল্পে। সবাই ভালে থাকবেন।
এটা আপনি একদম ঠিক কথা বলেছেন শীতের দিনের এই ধুলোবালিহীন পরিবেশকে সকলেই ভালোবাসে। এই শীতকাল সকলের পছন্দ হবার আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিভিন্ন ধরনের পিঠার আমেজ। আসলে এত সুন্দর খেজুরের রস পাওয়া যায় এই শীতকালে ফলে বিভিন্ন ধরনের পিঠা তো তৈরি হবেই।
나는 당신을 따릅니다
당신은 나를 따르지 않는다
행운을 빌어
আপনি আপাতত কোন পোস্ট করতে পারবেন না,
ট্যাগ না পাওয়া অব্দি কোন পোস্ট করবেন না আপনাকে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। তখনি পোস্ট শুরু করবেন।
জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।