ভিডিওগ্রাফি-হোটেল লংবীচে কাটানো কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভ বিকেলের শুভেচ্ছা।

আশা করি সকলে ভাল আছেন পড়ন্ত

বিকালে সবাই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

প্রতিদিনের মতো উপস্থিত হয়ে গেছি নতুন একটি ব্লগিং শেয়ার করার জন্য আপনাদের সাথে। প্রতিদিন ভিন্ন কিছু শেয়ার করতে যেমন ভাল লাগে তেমনি ভিন্ন কিছু দেখতেও অনেক ভালো লাগে। সারাদিন ব্যস্ত ছিলাম মেয়েকে নিয়ে হাসপাতালে গেছি। আজ সেখান থেকে এসেই অন্যান্য কাজকর্ম সেরে পোস্টটা লিখতে বসেছি। ভাবলাম একটি গান কভার শেয়ার করব কিন্তু গান রেডি করা নেই। আবার চিন্তা করলাম একটি কবিতা আবৃত্তি শেয়ার করবো সেটা ও আবার রেডি করা নেই। আগে থেকে রেডি করা থাকলে একটু সুবিধা হয় দিতে। সবগুলো যদি এক সাথে হয় রেকর্ড করা, এডিট করা এবং লেখা হয় তাহলে বেশ ঝামেলা পোহাতে হয়।

adila1.jpeg

তো কিছুদিন আগে ইউটিউবে একটি ভিডিও আপলোড করতে চেয়েছিলাম ইউটিউবে সেই আপলোডটি নেইনি। তাই আজকে ট্রাই করেছি আজকে আপলোড হলো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। অবশ্যই আমার বাংলা ব্লগে শেয়ার করার জন্য এডিট করেছিলাম আমি। ইউটিউবে ঝামেলা করার কারণে আর শেয়ার করা হয়নি। মাঝে মাঝে ইউটিউবে ভিডিও আপলোড নিতে অনেক ডিস্টার্ব করে।

কিছুদিন আগে আমি একটা ভিডিওগ্রাফি শেয়ার করেছিলাম আপনাদের সাথে হোটেল লং বীচ নিয়ে। মেয়েদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আমাদের বাসার কাছাকাছি পাঁচ থেকে দশ মিনিট লাগে। তো অনেক আগের ভিডিও গত বছর বর্ষাকালে গিয়েছিলাম। ভিডিও গুলো আমার মোবাইলে সংগ্রহ করা ছিল। একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা বেশ আগ্রহ প্রকাশ করেছিলাম পরবর্তী ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি অবশ্যই অনেক লম্বা ছিল আমি শর্ট করে আপনাদের সাথে শেয়ার করেছি।

তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি দেখে আসিঃ-

আমার আজকের ভিডিও লিংক

দেখলে অবশ্যই বুঝতে পারবেন হোটেল লং বীচের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। দেখলে একদম প্রাণ মন জুড়িয়ে যায় প্রবেশ করলে ভিতরে। অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম পরিবারের সবাই মিলে। যেহেতু অনেক বৃষ্টি ছিল সেই দিন সেখানে প্রবেশ করার সাথে সাথে অনেক বৃষ্টি হচ্ছিল। বের হতেও একটু সময় হয়েছিল যাতে বৃষ্টি থেমে যায়। সেই ফাঁকে ভিতরের সব জায়গা ঘোরাঘুরি করেছিলাম এবং কিছু ভিডিও নিয়েছিলাম। বাচ্চারা তো নতুন কোন জায়গায় ঘুরতে পারলে বেশ আনন্দ করে।

আশা করি আমার আজকের ভিডিওগ্রাফিটি আপনাদের সকলের ভালো লেগেছে। আপনাদের সাথে মাঝে মাঝে ভিন্ন কিছু শেয়ার করতে অনেক ভালো লাগে। কারণ আপনাদের এতো বেশি অনুপ্রেরণা পায় কোন কাজ করে থেমে থাকতে ইচ্ছে করে না। প্রতিনিয়ত ভিন্ন কিছু তৈরি করার আগ্রহ জাগে। আমার আজকের ভিডিওগ্রাফিটি আপনাদের কেমন লেগেছে আশা করি কমেন্টসে জানালে অনেক ভালো লাগবে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar
লোকেশনহোটেল লংবীচ ইনডোর


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার ভিডিও টি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

banner-abb_New.png

Sort:  
 2 years ago 

পুরনো দিনের ভিডিও গ্রাফি দেখে ভালো লাগলো ৷ তবে আপনার মেয়ে কে হাসপাতালে নিয়ে গেছেন কিছু সমস্যা হয়েছে না কি ৷ ভালো লাগলো হোটেল লংবীচে কাটানো কিছু মুহূর্ত টা ৷ অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

গত শুক্রবারে হাত পুড়ে গেছিল তাই ড্রেসিং করতে নিয়ে গেছিলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার মেয়ের কি হয়েছে জানিনা তবে বেশ চিন্তা হচ্ছে। হাসপাতালে যেহেতু যেতে হয়েছে তাহলে তো ভালোই সমস্যা হয়েছে মনে হয়। যদিও ইউটিউব ভিডিও কখনো সেভাবে আপলোড করা হয়নি। তাই খুব একটা ধারণা নেই। হয়তো কোন সমস্যার কারণে আপলোড হচ্ছিল না। যাইহোক আপু এই ভিডিওগ্রাফিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ছোট মেয়েটার হত পুড়ে গেছে তাই হাসপাতালে নিয়ে গেছিলাম আজ থেকে পাঁচ দিন আগের কথা আপু। youtube এঅনেক সময় ঝামেলা করে ভিডিও আপলোড নিতে অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

আপু ইউটিউব এ ভিডিও ছাড়ার আগে দেখবেন আপনি যে মিউজিক ব্যবহার করছেন সেটা কপিরাইট ফ্রী কি-না কারন যদি কপিরাইট ফ্রী না হয় তাহলে ভিডিও আপলোড এ সমস্যা তৈরি হয়। হোটেল লংবীচে কাটানো মুহূর্ত গুলো দেখে অনেক ভালো লাগলো আশাকরি সবাই মিলে অনেক মজা করেছেন।সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।মামনির জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আপু মিউজিক গুলো কপি রাইট ফ্রী দেওয়ার চেষ্টা করি আমি অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মেয়েকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন কোন সমস্যা হয়েছিল নাকি। এখন তো ভীষণ চিন্তা হচ্ছে। পুরনো দিনের এরকম একটা ভিডিও আজকে দেখে ভীষণ ভালো লেগেছে। খুবই সুন্দরভাবে আপনি এই ভিডিওটি সবার মাঝে ভাগ করে নিয়েছেন। মনে হয় কোন একটা সমস্যা হয়েছিল তাই ভিডিওটি ইউটিউবে আপলোড হয়নি। যাইহোক এরকম একটা ভিডিও সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালোই লেগেছে আমার কাছে।

 2 years ago 

আপু একটু সমস্যা ছিল হাত পুড়ে গেছিল তবে এখন মোটামুটি ভাল। আর ইউটিউব এ ভিডিও আপলোড করতে মাঝে মাঝে ঝামেলা করে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95696.21
ETH 2793.14
SBD 0.67