রেসিপি- শসা টমেটো ঢেঁড়স দিয়ে কোরাল মাছ রান্না।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই?
আমি তো বেশ ভালোই আছি কারণ আমার এখানে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে। অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশ এমন পরিবেশে আমার বেশ ভালো লাগে। বিশেষ করে বর্ষাকাল আমার প্রিয় একটি ঋতু। যেহেতু বাহিরে অনেক বেশি বৃষ্টি হবে সেটা আমি ভিতরে জানালার পাশ দিয়ে বসে বৃষ্টির দৃশ্য অনুভব করবো আর গান গাইবো বেশ মজার। তো যাক আজকে সাপ্তাহিক ছুটির দিন একটু ব্যস্ততা তো থাকবে। সে ব্যস্ততার ফাঁকেও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য।
শসা টমেটো ঢেঁড়স দিয়ে কোরাল মাছ রান্না।
আপনারা অবশ্যই সবাই জানেন আমি সামুদ্রিক মাছের রেসিপি একটু বেশি শেয়ার করি। যেহেতু আমি সামুদ্রিক মাছ খেতে বেশি পছন্দ করি। তাছাড়া আমার এখানে প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছ পাওয়া যায়। তো আজকেও হাজির হলাম একটি সামুদ্রিক মাছের রেসিপি নিয়ে। এছাড়া সামুদ্রিক মাছে আছে প্রচুর পরিমাণ পুষ্টি। খেতেও আমার বেশ ভালো লাগে। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে সামুদ্রিক কোরাল মাছের রেসিপি। আমি কোরাল মাছ রান্না করেছিলাম শসা টমেটো এবং ঢেঁড়স দিয়ে। খেতে বেশ ভালোই হয়েছিল মাছ রান্না টা। তবে এই কোরাল মাছের কিন্তু বাজার দামও অনেক বেশি। আমার তো খেতে বেশ ভাল লাগে যদি একটু ঝাল বাড়ায় দিয়ে রান্না করা হয়। চলুন বন্ধুরা কিভাবে আমি শসা টমেটো এবং ঢেঁড়স দিয়ে কোরাল মাছ রান্না করেছি তা শেয়ার করে নিচ্ছি।
উপকরণ | পরিমাণ |
---|---|
কোরাল মাছ | ৮ পিস |
টমেটো | ১ টি |
শসা | ১০০ গ্রাম |
ঢেঁড়স | ৫/৬ টি |
পেঁয়াজ কুচি | ২ টি |
রসুন পেস্ট | ৩ চামচ |
আদা পেস্ট | ২ চামচ |
লবণ | স্বাদমত |
কাঁচা মরিচ বাটা | ৩ চামচ |
লাল মরিচ গুঁড়া | ২ চামচ |
হলুদ গুঁড়া | ১ চামচ |
জিরা গুঁড়া | ১ চামচ |
ধনে গুঁড়া | ২ চামচ |
তেল | পরিমাণ মত |
শসা টমেটো ঢেঁড়স দিয়ে কোরাল মাছ রান্নার ধাপ সমূহ
প্রথমে তো আমি মাছ গুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে অন্যান্য উপকরণ গুলো সাজিয়ে নিয়েছি। এখন সরাসরি রান্নার ধাপে চলে যাব। রান্না করার জন্য একটি পাত্র চুলায় বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। তেল গরম হয়ে আসলে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম।
এখন পেঁয়াজ গুলোকে ভেজে নিয়ে কিছুক্ষণ পর সাথে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা মরিচ বাটা। সব গুলোকে ভালোমতো কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেব শুকনো মসলা গুলো। শুকনো মসলার উপকরণ গুলো দিয়ে সাথে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিব।
শুকনো মসলা গুলো যাতে পুড়ে না যায় তাই প্রয়োজন মত পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। মসলা গুলো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা মাছের টুকরো গুলোকে।
এ পর্যায়ে আমি সব মাছ গুলোকে দিয়ে দিয়েছি। আমি প্রায় সময় মাছ ফ্রাই ছাড়া রান্না করি। কারণ সামুদ্রিক মাছ গুলো ফ্রাই না করলেও চলে। আমার মতে সামুদ্রিক মাছ গুলো ফ্রাই করলে আসল স্বাদ পাওয়া যায় না। তো মাছ গুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সাথে দিয়ে দিলাম সবজি গুলো।
এখন মাছ দিয়ে দিলাম সাথে সবজি গুলো দিয়ে দিলাম এবং শুকনো মসলার মধ্যে প্রয়োজন মত লবণ দিয়েছিলাম। তো প্রয়োজন মত আমি ঝোল দিয়েছি। ঝোল দেওয়ার পরে সিদ্ধ করতে থাকব। তো প্রয়োজন মত সিদ্ধ হয়ে গেলে তরকারি চুলা থেকে নামায় ফেলে চুলা বন্ধ করে দিব। বন্ধুরা হয়ে গেল আজকে আমার তৈরি করা কোরাল মাছের মজার রেসিপি। সাথে সবজি মিক্স করেছি শসা ঢেঁড়স ও টমেটো।
পরিবেশনা
তো বন্ধুরা তৈরি করা তো হয়ে গেল আমার আজকে কোরাল মাছের মজাদার রেসিপি। পরিবেশনের পালা। বাটিতে নিয়ে দেখালাম আজকের রেসিপি। সাথে দিয়েছি মজাদার সবজি শসা টমেটো ও ঢেঁড়স। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। কারণ আপনারা অনেকেই আছেন আমার রেসিপি খুব পছন্দ করেন। আমারও বেশ ভালো লাগে আপনাদের কাছ থেকে এমন সুন্দর সুন্দর অনেক অনুপ্রেরণা পেতে। খেতে অনেক ভালো হয়েছিল যেহেতু সামুদ্রিক মাছ।
আমার তো ভীষণ ভালো লাগে সামুদ্রিক মাছ খেতে। যদি হালকা করে সবজি দেওয়া হয় তাহলে খেতে আরো ভালো হয়। এছাড়া সবজি ছাড়া ও ভুনা করে খেতেও ভালো লাগে। আশা করি খুব সুন্দর সুন্দর মতামত দিয়ে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে।

ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | রেসিপি |

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
শসা টমেটো ঢেঁড়স দিয়ে মজাদার রেসিপি তৈরি করেছেন। রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর সামুদ্রিক মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই। সামুদ্রিক মাছগুলো করতে খুবই সুস্বাদু হয়ে থাকে। যা আমাদের জন্য খুবই উপকারী। সব মিলিয়ে দারুন রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলছেন আপু সামুদ্রিক মাছ গুলো আমার ও খেতে অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য সুন্দর মতামত দিয়ে।
শসা টমেটো ঢেঁড়স দিয়ে কোরাল মাছ রান্নারং দারুন একটা রেসিপি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। গ্রাম বাংলার জনপ্রিয় রেসিপিটা আপনি দারুন ভাবে আমাদের মাঝে শেয়ার করতে সক্ষম হয়েছেন।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে খুব সুন্দর অনুপ্রেরণা দিয়েছেন।
https://steemit.com/hive-129948/@samhunnahar/z7vgg
Twitter Share Link
সমুদ্রের কাছাকাছি থাকেন বিধায় এই চমৎকার সামুদ্রিক মাছগুলো খেতে পারেন। তরকারিটা এতটাই লোভনীয় দেখাচ্ছে যা আমার পেটের খিদে বাড়িয়ে দিয়েছে। আর পরিবেশনের জায়গা দূরদান্ত হয়েছে। সবমিলিয়ে একটি কোয়ালিটি পোস্ট উপহার দিয়েছেন।
একদম ঠিক বলছেন খেতে বেশ মজার। আপনাকে তো সব সময় বলি সবাইকে নিয়ে আসেন ঘুরে যান বেশি করে সামুদ্রিক মাছ খাওয়াবো।
কোরাল মাছের মজাদার রেসিপি তৈরি করেছেন। এই কোরান মাছের রেসিপি দেখে সুস্বাদু মনে হয়েছে। এত মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। সত্যি আপনার পরিবেশন দেখেই যেন ভালো লাগছে।
অনেক মজার মাছ ভাইয়া খেতে বেশ ভাল লাগে আমার ধন্যবাদ আপনাকে।
শসা দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তবে শসা এবং ঢেঁড়স একসাথে কখনো রান্না করা হয়নি। কোরাল মাছ কখনো খাইনি আপু। আমাদের দিকে এই মাছগুলো পাওয়া যায় না। লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
মজার একটি মাছ কোরাল মাছ আপু দামেও অনেক বেশি বেশ ভালো লাগে খেতে। আপনি কক্সবাজার চলে আসেন আপু বেড়াতে আমি আপনাকে রান্না করে খাওয়াবো।
একদম আপু ভালো না থেকে কি পারা যায়। বাহিরে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর এতো ব্যস্ততার মাঝে আপনি মাঝে সুস্বাদ রেসিপি নিয়ে এলেন।আমার পছন্দের তিনটি সবজি দিয়ে সমুদ্রের কোরাল মাছের রেসিপি তৈরি করেছেন।দেখেই মনে হচ্ছে খুব মজাদার ছিলও। অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।
ঠিক বলছেন আপু বৃষ্টির দিনে বেশ ভালো লাগে আমার কাছে আপনারও তো সেইম অবস্থা। হ্যাঁ কোরাল মাছ রান্না অনেক ভালো হয়েছিল খেতে।
আপু আপনার মত বর্ষাকাল আমারও অনেক পছন্দের একটি ঋতু। কিন্তু বর্তমানে গরমের সময়টাই বেশি হয়ে গেছে। বছরে তিন ভাগের দুই ভাগের বেশি সময়ই গরম পরছে। যাইহোক আপনি দারুন একটি রেসিপি তৈরি করেছেন। শসা টমেটো ঢেঁড়স দিয়ে কোরার মাছ রান্না দেখেই জিভে জল চলে আসলো। রান্নার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ।
আমার মতে বছরে যদি অর্ধেক বর্ষাকাল এবং অর্ধেক শীতকাল থাকতো তাহলে বেশ ভালই হতো তাই না ভাইয়া? রান্নাটা বেশ ভালোই হয়েছিল অনেক ধন্যবাদ।