আপনি লেখাগুলো খুব সুন্দর লিখেছেন। কিছু মানুষ আছেন যারা প্রকৃত মরার আগেই ভিতরে মরে যাই। কোন কিছু জয় করতে হলে মনে সাহস রাখতে হয়। কোন কিছু শুরু করার আগে যদি ভেঙ্গে পড়া হয় তাহলে সেখানে কখনো জয় করা সম্ভব নয়। তাই যদি মনে যখন বড় সাহস রাখা হয় তখন সেখানে অবশ্যই জয় নিশ্চিত হয়ে থাকে।
একদম ঠিক বলেছেন আপু! কিছু মানুষ শুরু করার আগেই ভেঙে পরে।