আসলে কিছু কিছু বন্ধুত্বের সম্পর্ক শুধু বয়সের উপর ডিপেন্ড করে না। কারণ অনেক সময় দেখা যায় যে মনের মিল অনেক বেশি লক্ষ্য করা যায়। সেটা ছোটহোক কিংবা বড় ভাই হোক। বেশ ভালো একটি পদ্ধতি শিখিয়ে দিলেন আপনি। লেবু চায়ের সাথে কাঁচা মরিচ দিয়ে চা খাওয়া আসলে কখনো হয়নি। একদিন তো ট্রাই করে নেওয়ার কথা।
লেবুর রস এবং কাঁচামরিচ যুক্ত করে চা খেতে পারেন আপু, ভালই লাগে খেতে। এখন আমি মাঝে মাঝেই খাই।