আসলে দিনগুলো শুরু হয় ব্যস্ততা দিয়ে। সকাল থেকে দৌড় শুরু হয় সেই বিকেলে থেমে যায়। এমনকি মাঝ রাত পর্যন্ত কাজ থেকে যায়। তবে বিকেল শেষে আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি। মনে হয় যে আর শরীর যেন চলে না এক পা সামনে গেলে দুই পা পিছনে আসে এমন অবস্থা হয়ে যায় মাঝে মাঝে। কিছু সত্য কথা লিখছেন আপনি। পৃথিবীতে যার আছে তাকে কোন কিছুতে কুলাই না। যেমন একজন ধনী লোকের আরো টাকার প্রয়োজন। একজন বিদ্বান ব্যক্তির মন চাই আরো বেশি অর্থ অর্জন করার। তেমনি প্রতিটি সেক্টরের মানুষের কাছে যেন অভাব লেগে থাকে। ভালো লাগলো আপনার এত সুন্দর মনের অনুভূতি গুলো আমাদের সাথে লিখে শেয়ার করলেন।