আমি মনে করি যারা খাবারের টেস্ট বুঝে তারা অবশ্যই ঝাল খাবে। ঝাল ছাড়া কোন প্রশ্নই আসে না খাবারের স্বাদ বোঝার হা হা হা। আমার তো বেশ ভালোই লাগে ঝাল খেতে। এরকম বেলপুরি কিংবা ফুচকার মধ্যে মরিচ ছিটিয়ে খেতে বেশ পছন্দ করি। পরে যা হবে হোক কিন্তু আগে মুখের স্বাদ নিয়ে নিই কেমন? আপনি তো দেখছি বেশ ভালোই ঝাল পছন্দ করেন আপু। শীতের দিনে ঝাল ঝাল যেকোন খাবার আহা! কত মজা আপু।