ঘটনাটি পড়ে খুবই খারাপ লাগলো। আসলে বিপদ কাকে কোথায় নিয়ে যায় সেটা একমাত্র সৃষ্টি কর্তা জানেন। যার মৃত্যু যেখানে লেখা থাকে তাকে সেখানে যেতে হবে। দিনে এনে দিনে খাই সাইফুল। বাচ্চার আকিকা দেওয়ার জন্য অবশেষে সেই শহরে পাড়ি দিলেন। সেই পাড়ি দেওয়া থেকে তার আর ফেরা হলো না গ্রামে। অবশেষে তার লাশ আসলো বাড়িতে। ছোট বাচ্চাটা কি করে বড় হবে বাবা ছাড়া সেটাই হচ্ছে কষ্টের বিষয়।
ঠিক বলেছেন আপু বাচ্চাটি কি করে বাবার আদর ছারা বড়ো হবে।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।