আসলে যার শূন্যস্থান তৈরি হয়ে যায় সেই বুঝে শূন্যস্থানের ক্ষত কেমন হয়। দাদার বাবার এভাবে চলে যাওয়ার বিষয়টি আমাকে খুব বেশি শোকাহত করেছে। কারণ কিছুদিন আগে মাকে হারালাম সেই ব্যথাটা আমার কাছে আবারও আজকে অনেক বেশি অনুভব করলাম। বেশ ভালো করলেন আপনিও রংপুরে গেলেন। যেহেতু আপনার শ্বশুর অনেক অসুস্থ তাই দেখে আসলে ভালো হয়।
বাবা না থাকলে যে শূন্যস্থান তৈরি হয় আসলে এই শূন্যস্থান কোন কিছু দিয়ে পূরণ হবার নয়। জীবনে সবসময় একটা কষ্ট থেকেই যায়। ধন্যবাদ মন্তব্যের জন্য।