কার খবর কে রাখে এখন! এই পৃথিবীতে সবাই এমনই হয়ে গেছে যে কিছু দেখলেও না দেখার ভান ধরে। আবার কিছু বুঝলেও না বোঝার ভান ধরে। আমাদের চোখের সামনে অনেক ঘটনা ঘটে যায় কিন্তু অনেকে আছে প্রতিবাদ করে আবার অনেকে আছে দেখেও না দেখার মতো করে থাকে। এই ধরনের অন্যায় গুলো সহ্য করাটাও নিজেরাই অপরাধী বলে আমি মনে করি।