RE: ডাব সহিত একটি কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
দারুন একটি আর্ট করলেন দাদা আপনি ভালো লাগলো দেখে। সত্যি দাদা সবদিকে গরমের তাপমাত্রা এতই বৃদ্ধি পেয়েছে বাইরের কথা কি বলবো ঘরে বসে থাকা যায় না এমন অবস্থা। এই গরমের দিনে সবচেয়ে বেশি উপকারী হচ্ছে ডাবের পানি। স্বাস্থ্যের জন্য বেশ ভালো ন্যাচারাল ডাবের পানি। ডাবের পানি খেলে শরীরে যেমন শান্তি পাওয়া যাবে তেমনি অনেক বেশি শক্তিও পাওয়া যাবে। তবে এই ডাবের দেখা মেলা খুবই মুশকিল হয়ে গেছে। যেখানে গাছপালা নিধন করে আজকে পরিবেশের এই অবস্থা। সেখানে আমরা স্বল্প মূল্যে কিংবা পর্যাপ্ত পরিমাণ ডাব কোথায় পাবো দাদা? যেখানে পরিবেশের অস্তিত্ব থাকতেছে না সেখানে ডাব পাওয়া যাচ্ছে না খাবার জন্য। যদিও যেগুলো পাওয়া যায় সেগুলো মেলা দাম। তারপরও আপনি অনলাইন থেকেই দশটা অর্ডার করে দিলেন আশা করি বেশ ভালোই দাম রেখেছিল। এত সুন্দর অনুভূতি নিয়ে ডাবের আর্ট করলেন অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।