You are viewing a single comment's thread from:
RE: ৭ম পর্ব || জীবনের ব্যর্থতার গল্প
যেখানে দুইজন এসিস্টেন্ট নেবে সেখানে 800 জন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ না করাই উচিত ছিল। কারণ যেখানে এভেলেবেল পজিশন থাকে সেখানেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ভালো আমি মনে করি। যাক প্রথমত আপনি একটাতে ব্যর্থ হয়েছেন আবার দ্বিতীয়বার অংশগ্রহণ করলেন। আশা করি আপনার হাত দেখে আপনাকে বাদ পড়াই দেবে। যেহেতু আপনি নিজেই ভয় পেয়ে আপনার হাত ঘামা শুরু করে দিলেন হি হি হি। জীবনে ব্যর্থতার শেষ নেই আবার সফলতারও শেষ নেই। আপনার ব্যর্থতার গল্প গুলো যতই পড়ছি ততই মজা পাচ্ছি।
হাহাহা! দেখা যাক আপু কি করে। বাদ দেয় নাকি রাখে 😂