শুভ বিকেল,
আসসালামু আলাইকুম সম্মানিত ব্লগার ভাই বোনেরা। প্রিয় পরিবারের সকল ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের পরিবারের সবাইকে নিয়ে। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অশেষ রহমতে। পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছি। আমরা একটি পরিবার যেখানে আমরা একই বন্ধনে আবদ্ধ। আমরা সবাই একে অপরের সুখ-দুঃখকে ভাগাভাগি হয়ে এখানে কাজ করে থাকি। ভীষণ ভালো লাগে এখানে প্রতিনিয়ত নিজের জীবনের ঘটে যাওয়া ভালো মন্দ বিষয় গুলো শেয়ার করতে। সবচেয়ে বেশি ভালো লাগে যখন ক্রিয়েটিভ কিছু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে আনন্দ দিতে পারি। প্রতি সপ্তায় চেষ্টা করি কিছু না কিছু আর্ট করে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার। হয়তো কখনো কালারিং আর্ট করি। আবার কখনো চেষ্টা করি ম্যান্ডেলা আর্ট করার। মাঝে মাঝে চেষ্টা করি প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো করে শেয়ার করার। তবে সময় সল্পতার কারণে অনেক কিছু ইচ্ছে থাকার সত্ত্বেও করতে পারিনা।
কিন্তু যখন সময় সুযোগ পাই তখন আর দেরি করি না বসে পড়ি কোন কিছু তৈরি করতে। আপনারা দেখে বুঝতে পারছেন আজকে আমি কি আর্ট শেয়ার করব। আমি আজকে আপনাদের সাথে একটি বিটিএস ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এই আর্ট আমার দেখতে খুবই ভালো লাগে। চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আর্টগুলো করার। অনেকে দেখি ম্যান্ডেলা আর্টের সাথে প্রাকৃতিক দৃশ্য আর্ট করে শেয়ার করেন। আবার অনেকেই দেখি ফুলের আর্ট করে আবার ম্যান্ডেলা আর্ট করে থাকেন একই আর্টে। তবে যে যাই করেন না কেন আমার দেখতে খুবই ভালো লাগে। তাই আমিও চেষ্টা করেছি বিটিএস ম্যান্ডেলা আর্ট করে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার। যদিও এই আর্ট আমি গতকালকে শুরু করেছিলাম। কিছুটা অংশ করার পরে আমি আবারও বের হয়ে গেছিলাম জরুরী কাজে। যেহেতু গতকালকে পুরো দিন ব্যস্ত ছিলাম তাই আর করা হয়নি।
বাকি অংশটুকু আমি আজকে কমপ্লিট করে আপনাদের সাথে উপস্থাপন করার জন্য হাজির হয়েছি। এই আর্ট করতে আমার খুবই ভালো লেগেছে। বন্ধুরা বিটিএস ম্যান্ডেলা আর্ট আমি কিভাবে করেছি সেই ধাপ সমূহ আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের সবার কাছে বুঝতে বেশ সহজ হয়ে যাবে। আর সময় না করে আমার তৈরি করা আর্ট দেখে আসি।
আর্টের এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
সাদা খাতা।
পেন্সিল।
রাবার।
জেল পেন।
কম্পাস।
আর্টের এর ধাপ সমূহঃ
প্রথম ধাপঃ
প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি সাদা পেইজের মধ্যে কম্পাসের সাহায্যে গোলাকারের এঁকে নিলাম। কম্পাসের সাহায্যে আঁকলে সুন্দর করে গোল হয় এবং আর্ট গুলো করতেও সুন্দর হয়।
দ্বিতীয় ধাপঃ
এরপরে জেল পেন দিয়ে কিছুটা অংশ আর্ট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন বৃত্ত করে এঁকে নেওয়া ঘরের ভিতরে আর্ট গুলো পর্যায়ক্রমে করে নেওয়ার প্রচেষ্টা।
তৃতীয় ধাপঃ
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ধাপে আমি আরো কিছুটা অংশ নকশা তৈরি করে নিলাম।
চতুর্থ ধাপঃ
ধাপে ধাপে নকশা গুলো প্রায় আর্ট করার শেষ পর্যায়ে যা আপনারা দেখতে পাচ্ছেন।
পঞ্চম ধাপঃ
এই ধাপে মাঝখানে বিটিএস এঁকে নিলাম যা আপনারা দেখতে পাচ্ছেন। বিটিএস লেখাটিও লিখে নিলাম।
৬ষ্ট ধাপঃ
আপনারা দেখতে পাচ্ছেন এই ধাপে পুরো আর্টের কাজ সম্পন্ন করে নিলাম। যখন ম্যান্ডেলা আর্ট করা হয়ে যায় তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিয়েছি।
আর্টের উপস্থাপনা
কোন কিছু করে যখন সফলতা আসে দেখতে ভালো দেখায় তখন সব কষ্ট ভুলে যায় মনে থাকে না কিছু। আর্ট করতেও একটু সময় দিয়ে সাবধানে করতে হয়। কারণ পুরো আর্টের মধ্যে যখন কোন সমস্যা হয়ে যায় তখন পুরো আর্ট একদম বাজে হয়ে যায়। এমন অনেক ঘটনা আছে বারবার আর্ট নষ্ট হয়ে গেছে। একটি আর্ট অনেকবার করতে হয়েছে। আসলে কোন একটি সমস্যা হলে সেই আর্ট আর শেয়ার করা যায় না। আজকের আর্ট খুব সাবধানে করেছি যাতে এলোমেলো না হয়। ম্যান্ডেলা আর্ট করতে খুব ভালো লাগে। তাই আমি আজকে বিটিএস ম্যান্ডেলা আর্ট শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানালে অনেক বেশি আনন্দিত হব। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ডিভাইসের নাম | Redmi Note |
মডেল | 14 pro |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | BTS ম্যান্ডেলা আর্ট |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
@samhunnahar
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
অনেক অনেক ভালো লাগলো আপু আপনার এই আর্ট। যেন ভিন্ন আঙ্গিকে সৌন্দর্য রূপ দিয়েছেন। সার্কেল তৈরি করে আর্ট করা অনেক সুন্দর দেখায়। খুব ভালো লাগলো চমৎকারভাবে আর্ট করেছেন দেখে।
আপনি একাধিক বৃত্তকে কেন্দ্র করে অনেক সুন্দর মেন্ডেলা করেছেন। আপনার চমৎকার এই মেন্ডেলা দেখে ভালো লাগলো। বৃত্তগুলোকে বিভিন্ন রকমের সাজে সাজিয়ে তুলেছেন আপনার কলমের অক্ষরে। এমন বৃত্তের আর্ট গুলো সুন্দর লাগে।
অনেক ধন্যবাদ আপনাকে সময় দিয়ে আর্ট দেখার জন্য।
ম্যান্ডেলা আর্ট অংকন করতে আমি অনেক বেশি পছন্দ করি। এমনকি ম্যান্ডেলা আর্ট গুলো দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। এরকম ভাবে সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার জন্য দক্ষতার প্রয়োজন সব থেকে বেশি হয়ে থাকে। তেমনি আপনিও নিশ্চয়ই দক্ষতাকে কাজে লাগিয়ে এই সুন্দর আর্টটি সম্পূর্ণ করেছেন।
আমারও খুব ভালো লাগে আর্ট করতে। আপনাকে অনেক ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।
ম্যান্ডেলা অঙ্কন করতে আমার কাছে অনেক ভালো লাগে। ম্যান্ডেলা অঙ্কন করার জন্য অধিক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। সময়ের অভাবে আমি ম্যান্ডেলা অঙ্কন করতে পারি না। আপনি প্রচুর ব্যস্ততার মাঝেও চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। কালকে ম্যান্ডেলা অংকন করেছেন আজকে পোস্ট করেছেন জেনে ভালো লাগলো। বিটিএস ম্যান্ডেলাটি চমৎকার হয়েছে আপু। এরকম করে ম্যান্ডেল অংকন করলে আসলে অনেক ভালো লাগে। চমৎকার একটি ম্যান্ডেলা অংকন করার প্রতিটি ধাপ শেয়ার করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো।
একটি বিটিএস মেন্ডেলার আর্ট খুবই সুন্দর ছিল আপু। যে কাজটি আপনি নিখুঁতভাবে করে এর সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। এই ধরনের দক্ষতা মূলক কাজগুলো দেখলে সত্যি অনেক ভালো লাগে। যেটা আপনার অনেক বড় দক্ষতা। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি কি আপু বিটিএস আর্মির ফ্যান বাকি 😁😁। নরমালি বিটিএস ফ্যান রা কতো কিছু বানায় ওদের নিয়ে। যাইহোক, শত ব্যস্ততার মাঝেও আপনার ম্যান্ডেলা আর্টটি চমৎকার হয়েছে আপু।
Twitter Link
আপনি যে মেন্ডেলা ডিজাইন করেছেন তা অত্যন্ত মনোমুগ্ধকর। বৃত্তগুলোর নানা রকম সাজে সাজিয়ে, প্রতিটি রেখার মধ্যে একটি নতুন জীবন ফুটে উঠেছে। আপনার কলমের নিখুঁত কাজের মাধ্যমে এই আর্ট গুলো আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এমন রকম বৃত্তের অঙ্কন সত্যিই দৃষ্টিনন্দন।
ভালো লেগেছে আপু আমার শেয়ার করা আর্ট আপনার দেখে ভালো লাগার জন্য।
খুব সুন্দর বিটিএস ম্যান্ডেলা আর্ট করেছেন আপু দেখে খুব ভালো লাগলো। আসলে এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার বিটিএস মেন্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। এতো চমৎকার মেন্ডেলা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপু আপনি বিটিএস এর খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের আর্ট করতে অনেকটা সময় লাগে। অনেক দিন হয়েছে ম্যান্ডেলা আর্ট করা হয় না। আপনি সবসময়ই আমাদের সাথে খুব সুন্দর সুন্দর আর্ট শেয়ার করেন। আপনার আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। আপনি একদম নিখুঁত ভাবে সম্পূর্ণ আর্ট এর কাজ শেষ করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।