এখন যেহেতু রোদের পরিমাণ বেড়ে গেছে রোজার মধ্যে ঘোরাঘুরি করতে বেশ খারাপ লাগবে সেটা স্বাভাবিক। যেহেতু আপনি হেলমেট পড়ে গেলেন মুখে একটু রোদ কম লাগলো। আর সব বন্ধুরা মিলে এত সুন্দর একটি আয়োজন করলেন দেখে বেশ ভালো লেগেছে। মন চাইছে আপনাদের সেই ইফতার পার্টিতে আমরাও যেন জয়েন করি। খোলামেলা প্রকৃতির মাঝে অনেক মজার করে ইফতারি করলেন। সত্যি মুহূর্তটি আমার কাছে বেশ অসাধারণ মনে হয়েছে।
আসলেই আপু আপনারা থাকলে আরো বেশি মজা হত। সময় করে আমাদের এদিকে ঘুরতে চলে আসেন ভাইয়াকে নিয়ে।