ছোটরা সব সময় বড়দেরকে একটু জ্বালাতন করে। যেহেতু আপনি পরিবারের সবার বড় আপনার কাছেই যত আবদার। ছোট ভাইকে নিয়ে এক্সপোর্ট মার্কেটে গেলেন কেনাকাটা করে দেওয়ার জন্য। অনেক ভালো লেগেছে শীতের জামা কিনে দিলেন। যেহেতু আপনার ভাই আপনার থেকে লম্বা তাই হয়তো বড় ভাই মনে করছে তাই বিলটা ধরিয়ে দিল হা হা হা মজার ব্যাপার। চিকেন চাপের কালার দেখে খেতে ইচ্ছা করতেছে আপু।