বাহ ফুচকা বললে ছোট বড় আমার বাসায় সবাই কিন্তু এখন পাগল প্রায়। বিশেষ করে আমার দুই ছোট মেয়ে ফুচকা খাওয়ার জন্য অনেক বেশি ছটফট করে। তো আমিও চেষ্টা করি সমুদ্র পাড়ে যেয়ে ফুচকা খাওয়ার। আপনি ঠিক বলছেন যদি সবাই মিলে ফুচকা খাওয়া যায় বেশ জমে উঠে। শেষমেশ অনেক খোঁজাখুঁজি করে আপনি পেয়ে গেলেন। তবে শেষ মুহূর্তটা অসাধারণ ছিল। ফুচকার কালার গুলো এত লোভনীয় ছিল জিভে জল চলে আসলো।