ভর্তার আইটেমের মধ্যে আমার কাছে শিম ভর্তা অনেক ভালো লাগে। যেগুলো বড় বড় বিচি আছে ঐ শিম গুলো দিয়ে ভর্তা করলে আমার খেতে খুব মজার লাগে। আপনি আজকে বেশ মজার করে ভর্তা রেসিপি তৈরি করলেন। শিমের ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য।
আমারও ভর্তা অনেক প্রিয় আর শিম ভর্তা তো সবার প্রিয়।ধন্যবাদ আপু সুন্দর পোস্টি শেয়ার করার জন্য।