You are viewing a single comment's thread from:

RE: বেড়াল ছানা নাকি মায়ার কারখানা?

in আমার বাংলা ব্লগlast year

বেড়াল ছানাটাকে এনে কত মায়া লাগালেন কিন্তু শেষমেশ আবার ফেরত দিতে হলো। আসলে ব্যাপারটা হচ্ছে কি এগুলো আমাদের দ্বারা সম্ভব না আপু। আমাদের বাসায় বেশ কয়েকদিন ধরে ফিসফিস করতেছে বাবা আর মেয়েরা মিলে। একটা বেড়াল ছানা আনবে লালন পালন করবে। তো আমি বললাম যে এর বাকি কাজ কাম গুলো কে করবে? আমি তো পারব না বাবা এসব কাজ করতে। বরঞ্চ বাসায় না আনলে খুবই ভালো হয় সোজা বলে দিলাম আপু। আসলে বাসায় এসব পালন করা খুবই কষ্টের। কারণ সেটা নিয়ে আলাদা কিছু কাজকর্ম করতে হয়। তাছাড়া বাচ্চারা ছোট তারা বুঝবে না। আপনি তো বেশ মায়া লাগালেন কিন্তু দিয়ে আসলেন। বেশ খারাপ লাগলো আসলে করার কিছু নেই পরিস্থিতির স্বীকার সব কিছু।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.22
JST 0.031
BTC 82152.46
ETH 2204.97
USDT 1.00
SBD 0.68