আসলে বর্তমান সময়ে মানুষের বিবেক টা দিন দিন কোথায় হারিয়ে যাচ্ছে। একটানা ৫ থেকে ৬ ঘন্টা মেহেদী দিবে তাও আবার ঘর ছেড়ে চলে যেতে হবে তাদের বাড়িতে। তার চাইতে তাদেরকেই টাকা দিয়ে মেহেদী হাতে পরানো উচিত। বেশ ভালই করেছেন আপনি একদম মানা করে দিয়েছেন। যদি ইচ্ছে করে তাহলে ঘরে এসে দেবে মেহেদী গুলো।