You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন-২৩৬ || সংসার সুখের হয় রমনীর গুনে, কিন্তু কেন?

in আমার বাংলা ব্লগlast year

এই কথাটির যেমন প্রবাদ প্রবচন রয়েছে তেমনি সত্যটাও রয়েছে। কারণ নারী-পুরুষ দুজনে মিলে একটি সংসার গঠিত হয়। বিশেষ করে আমাদের সমাজে ছেলেরা বাইরের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। তাছাড়া নারীরাই ঘর সংসার সামলায়। বাচ্চাদেরকে সময় দেই এবং পারিবারিক অন্যান্য কাজের প্রতি নজর দেই। তো আমার মতে যে নারী যত সুন্দর গুণাবলীর অধিকারী হয় সেই নারী তত বেশি সংসারটিকে গুছিয়ে নিতে পারে। উদাহরণ হিসেবে- একটা পুরুষ বাইরে সারাদিন কাজকর্ম করল। কিন্তু ঘরে ফিরে দেখল যে ঘরের কাজকর্ম রান্না বান্না কিংবা বাচ্চাদের দেখাশোনা ভালো মতো সামলানো হচ্ছে না। এতে করে কখনো মিলবন্ধন হবে না দুজনের মধ্যে। কারণ সেই নারী ঘরের কাজের পথে আকৃষ্ট নয়। কিংবা তার ব্যবহার এবং কাজকর্ম সুন্দর নয়। তাহলে সংসার থাকবে না কিংবা টিকবে না। সেই সংসারে কখনো সুখ আসবেনা। তাই কথাই বলে সংসার সুখী হয় রমনীর গুনে। অর্থাৎ রমনীদের দ্বারাই সব সম্ভব হয় একটি সংসার সুখী করার ক্ষেত্রে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.24
JST 0.037
BTC 100304.87
ETH 3121.48
SBD 3.72