বর্তমান সময়টা এমনই আসলে সবকিছু ভেজাল খাবার-দাবারে বলেন শ্বাস নিঃশ্বাসে বলেন সবকিছু যেন বিষাক্ত। এমন বিষাক্ত পরিবেশে তো কখনো সুস্থ থাকা যায় না এই ভালো এই খারাপ সবাই একই অবস্থা। ইট পাথরের শহরে আসলে খোলামেলা পরিবেশ বলতে কিছু পাওয়া যায় না। যদি মুক্ত বাতাস পেতে হয় তাহলে গ্রামে চলে যেতে হয় অথবা সাগর পাড়ে যেতে হয়। অনেক সুন্দর মুক্ত বাতাসে গেলেন অনেকদিন পর বেশ ভালো লাগলো মুহূর্তটি শেয়ার করার জন্য।