মেয়ের বয়স বেশি হলে কি হবে তবে আপনার শালিকার বয়সও হয়েছে হা হা হা😆 । যাক সবকিছু হচ্ছে সৃষ্টিকর্তার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। যদি এই বিয়েতে সৃষ্টিকর্তার হুকুম থাকে তাহলে আপনি আমি কিংবা কারো কোন কথার মধ্যে বাঁধা থাকবে না আপনা আপনি বিয়ে হয়ে যাবে। অবশেষে মেয়ে দেখলেন মেয়ে পছন্দ হলো না। কিন্তু একদিন কারো না কারো সাথে হয়ে যাবে এই প্রত্যাশা করি। শালিকার জন্য মেয়ে দেখতে যাওয়ার বেশ সুন্দর অনুভূতি শেয়ার করলেন। প্রথমত মনে করেছিলাম আপনি আবার দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছেন নাকি 😜।
আমার জন্য দেখেছিলাম তা তো আপনাদের মাঝে পোস্ট করেছি