পানের দোকান দেখে তো দারুণ মনে হল আপনি এত রাতে কি দেখালেন পান খাওয়ার ইচ্ছে হচ্ছে এখন। আমি আবার পান দেখলে লোভ সামলাতে পারি না বেশ কয়েকদিন হল পান খাচ্ছি না। কাকার দোকান দেখেই মনে হচ্ছে বেশ বড়সড়ো একটি দোকান।পানের তো হরেক রকমের মসলার আইটেম দেখা যাচ্ছে। ওয়ারীতে তো বেশ সুন্দর পানের দোকান দেখতে পেলাম।