আপনি ঠিক বলছেন আমারও কবিতা পড়তে ভালো লাগে এবং লিখতে ভালো লাগে। এমন কিছু কিছু কবিতা আছে যা মনের ভাব এবং মনের মাঝে লোকিত থাকা সব কিছু মান অভিমান প্রকাশ পায় কবিতার ভাষার মাধ্যমে।বিষাদের অশ্রু কবিতাটি দারুন লিখেছেন আসলে কাছের মানুষকে না পাওয়ার বেদনায় যে অশ্র ঝরে সেগুলো বিষাদের অশ্রু।
আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে চমৎকারভাবে কবিতাটি শেয়ার করার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।