লাইফ স্টাইলঃ-আমার বাংলা ব্লগের ৯ জন ব্লগারের একত্রিত হওয়ার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ10 months ago

সবাই কেমন আছেন?

প্রিয় কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন পরিবার পরিজনকে নিয়ে। নিশ্চয় আমিও ভাল আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে। সব সময় ভালো থাকার চেষ্টা করি। বন্ধুরা সব সময় চেষ্টা করি আপনাদের সাথে বিভিন্ন আঙ্গিকে ভিন্ন কিছু শেয়ার করার। আজকে আমি আবার উপস্থিত হয়ে গেছি নতুন একটি ব্লগ শেয়ার করতে। আমার আজকের নতুন ব্লগিংয়ে আপনারা সবাইকে স্বাগতম জানাচ্ছি। কারণ আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি ব্লগ শেয়ার করব সেটা অবশ্যই সকলের কাছে ভালো লাগবে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাংলা ব্লগ কমিউনিটির নয় ব্লগারের একত্রিত হওয়ার অনুভূতি।

F2.jpg

F.jpg

বুঝতেই তো পারছেন আপনারা আমি কি শেয়ার করব আজকে। কিছুদিন আগে কক্সবাজারে দেখা হয়েছিল আমার বাংলা কমিউনিটির নয় জন ব্লগারের সাক্ষাৎ। অনুভূতিটা কেমন সেটা বলে বুঝাতে পারব না। কারণ সবকিছু কথার মাধ্যমে অনুভূতি বলে শেষ করা যায় না। যেটা একান্তই মনের মধ্যে থেকে যাই। কিছুদিন আগে @rex-sumon ভাইয়ার একটি পোস্ট পড়েছিলাম মিনি কক্সবাজার নিয়ে করা ব্লগিং। ভাইয়া একটি নদীর পাড় ঘুরতে গেছিলেন। তো সেখানে আমি ভাইয়াকে কমেন্ট করেছিলাম। কিন্তু সুমন ভাইয়া রিপ্লাই দিয়েছিল কক্সবাজার আসবে ঘুরতে। তখন আমার শুনে বেশ ভালোই লাগছিল। এরপরে আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম কক্সবাজার আসলো কিনা। যেহেতু উনারা কক্সবাজার টু বান্দরবানের ট্যুরের একটি পোস্ট শেয়ার করেছিলেন কেউ একজন। তাই আমি ভাবছিলাম ভাইয়ারা আসছে মনে হয়। আমি ভাইয়ার কাছে থেকে জানতে পারি কক্সবাজার আসছে।

F3.jpg

F4.jpg

এরপরে জানতে পারি উনারা ৯ জন কক্সবাজার বান্দরবান এবং বিভিন্ন জায়গায় ঘুরার জন্য আসলেন। বিষয়টা আমার কাছে বেশ ভালই লাগছিল যেহেতু এক সাথে ৯ জন। আসলে আমিও চাইছিলাম সবার সাথে দেখা করার। যেহেতু উনারা নয় জন আসছিলেন এবং সেখানেই আটজন হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটির ব্লগার। আমাদের প্রিয় এডমিন সুমন ভাই সহ আরো সাতজন ছিলেন আমার বাংলা ব্লগের ব্লগার। আমি সবার সাথে দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করি। সবাইও বেশ আগ্রহ দেখায় দেখা করার জন্য। আসলে এত ব্যস্ত ছিলাম সময় হয়ে উঠেনি ভাইয়াদের বাসায় দাওয়াত করে খাওয়াবো।

F1.jpg

F5.jpg

সেদিন আমার মেয়ের স্কুল ছিল। স্কুল শেষ করে ৩টার দিকে স্পীক আপ একাডেমিতে ক্লাস ছিল। তখন মেয়ের ক্লাস শেষ করে বাসায় এসে তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। উনারাও আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং আমিও চেষ্টা করেছিলাম যোগাযোগ করার। এক সময় আমিও লাবনী পয়েন্টে যেয়ে উপস্থিত হই। ভাইয়ারা সবাই সেখানে ছিলেন। বুঝতেই তো পারছেন যেহেতু প্রথম দেখা হবে উনাদের সাথে মনের মধ্যে একটু আনইজি ফিল করেছিলাম। যেহেতু ভাইয়ারা অনেকজন ছিলেন। আমি ছিলাম আমার দুই মেয়েরা ছিল আমার সাথে। মেয়ের বাবার সাথে কথা হলো উনি অফিসের কাজে ব্যস্ত তাই আসতে পারেনি। যদিও ইনফর্ম করেছিলাম ব্যস্ততার কারণে আসতে পারিনি। এক সময় ভাইয়াদের সাথে যোগাযোগ করি উনারা কোন জায়গায় আছে জেনে নিলাম।

F6.jpg

সুমন ভাই আমার সাথে যোগাযোগ করতেই থাকছিলেন এবং আমিও যোগাযোগ করছিলাম। অবশেষে লাবনী পয়েন্টে আমাদের দেখা হয়। আমি তো একে একে সবার সাথে পরিচয় হয়ে গেলাম। আসলে দেখে মুগ্ধ হওয়ার মত একটি পরিবেশ। আমি কি বলবো সেই ভাষা হারিয়ে ফেলছিলাম। যেহেতু উনারা ৯ জন ছিলেন আমি প্রত্যকের পরিচয় জানতে চাইলাম। তবে নয় জনের মধ্যে শুধু একজন ছিল আমার বাংলা ব্লগ কমিউনিটির বাইরের। অর্থাৎ উনাদের আত্মীয় একজন। বাকি আট জন ছিল আমার বাংলা ব্লগ কমিউনিটির ব্লগার এবং এডমিন সুমন ভাই সহ। আর আমি সহ ছিলাম ৯ ব্লগার। বাহ! দারুন একটি মুহূর্ত ছিল। আমার কাছে বেশ ভালই লেগেছে সবার সাথে দেখা করতে পেরে। আমাকে অনেক বেশি সম্মান করেন সবাই। আমাকে বোনের মর্যাদায় সম্মান দেন এর চেয়ে প্রাপ্তি আর কি থাকতে পারে!

F7.jpg

আমার মেয়েদেরকে এতই বেশি স্নেহ করেছেন সত্যি বলার মত নয়। আমার মেয়েরা ৯ জন মামা পেলেন সেই দিন থেকে। সবাই এত আন্তরিক এতই ভালো লেগেছে সবাই আমাকে অনেক বেশি সম্মান করেছেন। মনে হয়েছিল আমি ৯ ভাইয়ের এক বোন। এক সাথে যখন নয় ভাইয়ের এক বোন একত্রিত হয় বুঝতেই তো পারছেন। তাদের আপ্যায়ন তাদের স্নেহ ভালবাসার অনুভূতি আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছিল। আমার ইচ্ছে ছিল নয় ভাইকে এক সাথে বাসায় এনে আপ্যায়ন করাবো। কিন্তু আমার সময় স্বল্পতার কারণে ব্যস্ততার কারণে সুযোগ হয়নি। যখন আমি কিছু খাওয়াতে চেষ্টা করেছিলাম তখন সেটাও আমার বিফলে গেল।

F11.jpg

বুঝতে তো পারছেন যেখানে ৯ ভাই একত্রিত হয় সেখানে আমি এক বোন এক প্রকার পরাজয় অবস্থায় ছিলাম। অবশেষে টুকটাক কিছু খাওয়াতে চাইছিলাম। কিন্তু আমাদের সুমন ভাই তাও করতে দিলেন না। আসলে আমার কাছে খুবই খারাপ লাগছিল কিছু খাওয়াতে পারি নাই এবং কিছু করতে পারিনি উনাদের জন্য। কিছু ফটোগ্রাফি করেছিলাম সেগুলো আমার কাছে স্মৃতি হিসেবে থেকে গেল। মাঝে মাঝে যখন ফোনের গ্যালারিতে প্রবেশ করি তখন সবার ফটোগ্রাফি গুলো দেখে খুব বেশি মিস করি সবাইকে। এমন সুন্দর একটি মুহূর্ত যেন আবার আমাদের সবার মাঝে ফিরে আসুক।

F10.jpg

আমার মেয়েরা এত বেশি আনন্দিত উনাদের ছবি গুলো দেখলেই এক পলকেই চিনে যায়। বলে যে অনেক জন মম্মাস পেয়েছি সবাই অনেক ভাল মাম্মাস। আর @kazi-raihan ভাইয়া @md-razu @aongkon @rex-sumon @jhibo47 @Ripon Mahmud @samhunnahar আরো দুইজন ছিলেন সাগর ভাই আরেক জন ছিলেন ভাইয়া। আপনারা সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। কারণ আপনারা আমাকে অনেক বেশি বোনের মর্যাদায় সম্মানিত করেছেন। আপনারাও চিরকাল আমার কাছে ভাই হয়ে থাকবেন। সবাইকে আমি ভাইয়ের সম্মানে আমার অন্তরে রাখলাম। এরকম ভাই বোনের সাক্ষাত যেন বারবার হয়। এগুলো সম্ভব হয়েছে একমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে।

F9.jpg

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ব্লগিং করতে না পারলে হয়তো এত ভালো মনের ভাইদের সাথে আমার পরিচয় হতো না। যদিও আমরা সবাই ভার্চুয়ালি একে অপরের সাথে যোগাযোগ করি। কিন্তু যখন সবার সাথে দেখা করতে আমরা সবাই একত্রিত হলাম। তখনই বুঝতেই পারলাম আসলেই কত ভালো মানুষ সবাই আমার বাংলা ব্লগ পরিবারে আছি। মুহূর্তটি বেশ ভালোই লাগছিল তাই আজকে সেই মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। সময় দিয়ে আমার আজকের ব্লগটি ভিজিট করার জন্য ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
LocationUrmi BGB Beach Cafe
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিলাইফ স্টাইল


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

New_Benner_ABB1.png

Sort:  
 10 months ago 

এই বিষয়টি মাঝে মাঝে আমারও মনে আসে যদি আমার বাংলা ব্লগে না আসতাম তাহলে এতোগুলো অপরিচিত মানুষের সঙ্গে কখনো পরিচয় হতো না। প্রতিটা মানুষের মুখগুলো পরিচিত। আপনি সুযোগের সৎ ব‍্যবহার করেছেন দেখছি আপু। আপনি উনাদের সঙ্গে মিলে বেশ উৎফুল্ল এবং খুশি ছিলেন আপনার পোস্ট টা পড়ে সেটা বুঝলাম। সবমিলিয়ে আপনারা কয়জন বেশ সুন্দর সময় কাটিয়েছেন আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার পর থেকেই অনেক ভাই-বোনদের সাথে পরিচয় হয়েছে। সত্যি অনেক ভালো লাগে ভাইয়া।

 10 months ago 

দারুণ অনুভূতি শেয়ার করেছেন আপু।অনেক সুন্দর হয়েছে পোস্টটি। আমার বাংলা ব্লগ পরিবারের ৮ জন সদস্য কে আপনি একসাথে পেয়েছেন, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। ৮ ভাইয়া আর আপনি ১ আপু, সাথে আপনার কন্যাদ্বয়। বেশ ভালো সময় কাটিয়েছেন। অনেক দিন মনে থাকবে আপনাদের। আপনাদের সবার জন্য শুভ কামনা। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 10 months ago 

দারুন একটা সময় ছিল আপু অনেক ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ার জন্য।

 10 months ago 

আপু আপনার সাথে এমন সুন্দর মুহূর্ত কাটাতে পেরে সত্যিই আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছিলাম। আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আমার বাংলা ব্লগের এতগুলো মেম্বার একসাথে কখনোই যুক্ত হয় নাই। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আমি মনে করি আমরা নয় জন সবচেয়ে বেশি বড় টিম ছিলাম ভাইয়া🥰🥰।

 10 months ago 

আরে বাহ !!এত বিশাল মিলন মেলা আমার বাংলা ব্লগের ইউজারদের ৷ নয় জনের প্রিয় মুখ গুলো জাষ্ট ওয়াও ৷ দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন ৷ সেই সাথে আড্ডা খাওয়া দাওয়া ৷ সুমন ভাই দেখি বিশাল সেলফি আবার আবার মেয়ের সাথেও ৷
যা হোক খুব ইচ্ছে আছে কক্সবাজারের যাওয়ার ৷ জানি না কবে যেতে পারবো ৷ তবে আপনার পোষ্টে এমন মিলন মেলা দেখে খুব ইচ্ছে করছে ৷ হিহিহিহি !!!!

 10 months ago 

আড্ডা খাওয়া দাওয়া সবাই মিলে খুব সুন্দর অনুভূতি প্রকাশ করা খুব ভালো লেগেছিল।

 10 months ago 

এ ধরনের অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব নয়। এই অনুভূতিটা আসলেই দারুন। ভার্চুয়ালি একসাথে কাজ করা মানুষগুলোর সাথে এভাবে সময় কাটানোর অনুভূতিটাই অন্যরকম। আপনাদের সবাইকে একসাথে দেখে ভীষণ ভালো লাগলো। বেশ দারুন কিছু সময় কাটিয়েছেন আপনারা। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর অনুভূতি প্রকাশ করলেন।

 10 months ago 

আপু আপনার সাথে সাক্ষাৎ করতে পেরে সত্যিই অনেক ভালো লেগেছিল। সময়টি আমরা সবাই একসঙ্গে দারুন কাটিয়েছি । সেই অনুভূতিটা সত্যিই অন্যরকম । আবার যেন এভাবে একত্রিত হতে পারি। তার পাশাপাশি আপনার দুই প্রিয় সন্তান আমাদের ভাগ্নে আদিলা এবং রাইদা তাদের সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম । যেটা কখনোই ভুলবার নয় তারই স্মৃতিচারণ হিসেবে এই পোস্ট। দেখে সত্যিই ভালো লাগলো এভাবে আবারও একত্রিত হব যদি সৌভাগ্য হয়।

 10 months ago 

আমি তো খুবই এক্সাইটেড ছিলাম আপনারা সবাইকে দেখার জন্য। অবশেষে সবার দেখা পেলাম বেশ ভালই লাগছিল।

 10 months ago (edited)

সত্যিই আপু সেদিন আপনাকে পেয়ে আমাদের অনেক বেশি ভালো লাগছে সেই সাথে আপনি আসার আগ পর্যন্ত আমরা সকলেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। দারুন একটা মুহূর্ত অতিবাহিত করেছিলাম আপনার সঙ্গে,আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে আপনার সঙ্গে পরিচিত হয়ে সত্যিই আমি গর্বিত। কুষ্টিয়াতে আসার জন্য আপনাকে দাওয়াত দিলাম, যদি কখনো কুষ্টিয়া আসেন অবশ্যই জানাবেন। ভাই বোন একসাথে এরকম মুহূর্ত আবার কাটাতে চাই।

Posted using SteemPro Mobile

 10 months ago 

অবশ্যই ভাইয়া সময় সুযোগ পেলে তো চলে যাব দোয়া করবেন সব সময়।

 10 months ago 

সত্যিই এটা একটা স্মৃতির পাতায় তুলে রাখার মত একটা দিন ৯ জন ব্লগারের সাথে দেখা করতে পারলেন ভীষণ ভালো লাগতেছে এবং সবথেকে ভালো লাগলো আমাদের সকলের প্রিয় প্রাণ প্রিয় সুমন ভাইয়ের সাথে দেখা করতে পারলেন এবং সে খুব ভালো মানুষ এবং মিসুকমানুষ সকলের সাথে সুন্দর ব্যবহার করে। তার আচরণ আমাকে মুগ্ধ করে। আরো আট জনের সাথে বেশ সুন্দরম বার্তা বিনিময় করলেন এবং বেশ সুন্দর একটি দিন অতিবাহিত করলেন ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 10 months ago 

সবাই এতো ভালো ছিল অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল। অনেক ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ার জন্য।

 10 months ago 

আসলে কমেন্ট করার মত ভাষা আমার কাছে নেই শুধু এতোটুকুই বলতে চাই কক্সবাজার গিয়ে আমরা একটা বোন পেয়েছিলাম। ছোট ভাইয়ের ভালোবাসা নিবেন আপু 💞

 10 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে আসলে খুব সুন্দর মুহূর্ত ছিল সবার।

 10 months ago 

সবাইকে একত্রে দেখে নিজের কাছে অনেক ভাল লাগছে। আমার বাংলা ব্লগের বিশেষ বিশেষ ব্যাক্তিরা দেখছি সেখানে উপস্থিত আছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ভালো একটি মূহুর্ত কাটিয়েছেন। আপনি ঠিকই বলেছেন আপনি সেই সাত ভাই চম্পার মতো নয় ভাইয়ের চম্পা। দেখে অনেক ভালো লাগলো আপু এমন মুহুর্ত আপনার জিবনে বার বার ফিরে আসুন।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ঠিক বলছেন ভাইয়া সাত ভাইয়ের চম্পা না নয় ভাইয়ের চম্পা হয়ে গেছে।

 10 months ago 

জ্বি☺️আপু

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.038
BTC 106000.40
ETH 3360.01
SBD 4.19