একটি হারানো দিনের গান কভারঃ-||🍁“এ জীবন তোমাকে দিলাম বন্ধু -তুমি শুধু ভালবাসা দিও” 🍁||
আসসালামু আলাইকুম/আদাব
আসসালামু আলাইকুম/আদাব
হ্যালো আমার বাংলা ব্লগ বাসিরা।
সবাই কেমন আছেন? দিন কখন শুরু হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসে টের ও পাইনা।শীতকালের দিনটা খুব ছোট হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে আসে।সময় করে নিতে পারি না কাজ গুছিয়ে।এরই মধ্যেই মাগরিবের আজান দিয়ে দেয়।তো বন্ধুরা আপনাদের সাথে আজ নতুন একটি গান কভার শেয়ার করব।বেশ কয়েক দিন হল আপনাদের সাথে গান কভার শেয়ার করি না।আসলে ব্যস্ততার কারণে হয়ে উঠে না।আজ মনটা বেশ ভালো ছিল।তাই গুণ গুণ করে মুখে হঠাৎ এসে যায়- এ জীবন তোমাকে দিলাম গানটা গাওয়া শুরু করে দিলাম।ইউটিউব থেকে সার্চ করি গানটা কিছুক্ষণ শুনি।শোনার পরে ভাবলাম আজ গানটা কভার করে আপনাদের সাথে শেয়ার করি।হঠাৎ করে চিন্তা ভাবনা এবং সেই চিন্তা ভাবনা থেকে আজ আপনাদের জন্য একটি গান কভার তৈরি করে নিলাম।
আমার আগের পোস্টে গান কভার নিয়ে অনেক বার গান পোস্ট করা হয়েছে।সেখানে আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন গান গাইতে আমি খুব ভালোবাসি।বিশেষ করে হারানো দিনের গান গুলো বেশ ভালো লাগে।শুনলেই মনের মধ্যে এক ধরনের অনুভূতি হয়।এই গানগুলো শুনলে মনের মধ্যে কিসের জন্য একটা টান পড়ে যায়।তো বন্ধুরা আমার আজকের গান কভার হচ্ছে “এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালবাসা দিও”।এই গানটি পছন্দ করেনা এমন মানুষের সংখ্যা খুবই কম।আজকের গান কভার থেকে কিছুটা হলেও আপনাদেরকে আনন্দ দিতে পারব বলে মনে হচ্ছে।তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে গান কভার অডিওটা আমরা দেখে আসি।
গান | এ জীবন তোমাকে দিলাম বন্ধু |
---|---|
মূল শিল্পী | কুমার শানু এবং মিতালী মুখার্জী |
গীতিকার | মোহাম্মদ রফিকুজ্জামান |
সঙ্গীত | আলাউদ্দিন আলী |
সিনেমা | আত্তোত্যগ |
[গানের লিরিক্স] |
---|
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।
সুখের চেয়েও সুখ, তুমি যে আমার,
প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।
এ জীবন তোমাকে দিলাম বন্ধু,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।
চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি,
আরো চাওয়া আরো পাওয়া, রয়েছে বাকি।
তোমাকেই চেয়েছি, তোমাকেই পেয়েছি,
মরণ হলেও যেন, তোমারি থাকি।
সুখের চেয়েও সুখ, তুমি যে আমার,
প্রিয় থেকে ও তুমি বেশি প্রিয়,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
জান বলে জেনেছি, প্রাণ বলে মেনেছি,
মন বলে তুমি যে, তার চেয়ে দামী।
তুমি ধরা দিয়েছ, কাছে টেনে নিয়েছ,
নতুন জীবন যেন, পেয়েছি আমি।
সুখের চেয়েও সুখ, তুমি যে আমার,
প্রিয় থেকে ও তুমি বেশি প্রিয়,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
এ জীবন তোমাকে দিলাম বন্ধু,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।
সোর্স
🌺ধন্যবাদ সবাইকে আমার গান কভার সময় দিয়ে দেখার জন্য।কোন ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🌺।
@samhunnahar
সামশুন নাহার হিরা

আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।
আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।
আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
প্রথমে বলবো আপনাকে কোনো গানের জন্য একবার চান্স দেয়া দরকার ৷ সত্যি বলতে গলার কন্ঠ একদম নিখুঁত ৷ সেই সাথে পুরনো দিনের গান টি অনেক সুর নিয়ে গেয়েছেন ৷ আমি মুগ্ধ হলাম ৷
অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর একটি গান পরিবেশনা করার জন্য ৷
এমন সুন্দর সুন্দর মতামত পেয়ে আরও সুন্দর গান গাইতে আমার মন চাইছে ধন্যবাদ আপনাকে।
সত্যি আপু আপনার গানটি শুনে খুব ভালো লাগলো।
আপনার গলাটা খুব মিষ্টি মিষ্টি। খুব চমৎকার ভাবে পুরো গানটি কভার করেছেন। এর আগে আপনার বেশ কয়েকটি গান শুনেছি খুব সুন্দর গান করেন আপনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান শেয়ার করার জন্য। পরবর্তীতে আপনার আরো গান শোনার অপেক্ষায় রইলাম।
অবশ্যই আপু আপনাদের এমন উৎসাহ মূলক মন্তব্য পেয়ে বেশ ভাল লেগেছে।ইনশাল্লাহ চেষ্টা করবো।
আমার মেজো খালার অনেক প্রিয় একটা গান,মাঝেই মাঝেই একা একা গুনগুন করেন।
খুব সুন্দর কন্ঠ আপনার,সেদিন হ্যাংআউটেও শুনেছিলাম।
শুভ কামনা রইলো।
আপনাকে অসংখ্যা ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহিত করায়।
আপনার মত আমারও হারানো দিনের এই গানগুলো শুনতে খুবই ভালো লাগে। আপনার কন্ঠে গানটি দারুন লাগলো। আমি বেশিরভাগ সময়ে ঘুমানোর সময় এ ধরনের গানগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যায়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ গঠন মূলক মন্তব্য করার জন্য।আপনার জন্য শুভকামনা রইলো
আপু আপনার গান শুনে খুবই ভালো লাগলো। আসলে গান গাওয়া এক প্রকারের আর্ট। সত্যি আপু আপনার প্রতিভা সবাইকে মুগ্ধ করেছে। দারুন ভাবে গান গেয়েছেন আপনি। এই গানটি সবার কাছেই অনেক প্রিয়। সুন্দর একটি গান এবং সবার পছন্দের একটি গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপু আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার অনেক ভালো লেগেছে আপনার অসংখ্য ধন্যবাদ।
এই গানটি তো আমার খুব পছন্দের একটি গান। আপনি ইউটিউব দেখে গানটি শুনে আমাদের মাঝে উপস্থাপনা করলেন সেটি দেখে আরো অনেক ভালো লাগলো। বিশেষ করে আপনার কন্ঠে গানটি আরো মধুর শুনেছিল। আপনার কন্ঠটা মাশাআল্লাহ খুব সুন্দর। খুব সুন্দর ভাবে গানটি আমাদের সামনে তুলে ধরলেন। বিশেষ করে গানের লাইনগুলো লিখে দেওয়ার কারণে আমার অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। পরবর্তী গানের জন্য অপেক্ষায় রইলাম।
বেশ ভালো লেগেছে আপনাদের এমন সুন্দর উৎসাহ মুলক মন্তব্য পেয়ে।
ভালোই হয়েছে ইউটিউব থেকে গানটি শুনে এরপর আমাদের সাথে শেয়ার করলেন। এর আগেও আপনার গান শুনেছি ভীষণ ভালো লেগেছিল। আজকে বেশ সুন্দর একটি গান সিলেক্ট করলেন। এই গানটি শুনতে ভীষণ ভালো লাগে। আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে আরও বেশি উপভোগ করতে পারলাম। আশা করি পরবর্তীতে অবশ্যই আপনার কাছ থেকে আরও গান শুনতে পারবো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।ট্রাই করবো ভবিষ্যতে আরো যেন সুন্দর গান উপহার দিতে পারি।
দিদি আপনার গানের সুর আর আপনার টোন সত্যিই মন মাতানো। এত ভালো মেলডি খুব কম লোকের থেকেই আমি শুনেছি। এগুলো নিয়ে কোন কথা হবে না। তবে একটা রিকুয়েস্ট করলাম দিদি। উচ্চারণ টা আরেকটু স্পষ্ট হলে একদিম পার্ফেক্ট হবে।
ওকে আপু চেষ্টা করব ঠিকভাবে করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য।
আপনার কন্ঠে নতুন আর একটি গান শুনলাম।গানটি ভালো লাগলো তবে উচ্চারণ ঠিক হলে আরো ভাল লাগবে। ধন্যবাদ গানটি শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার গানটি আপনার শুনতে ভালো লেগেছে যেনে আমারও অনেক ভালো লেগেছে।