সবাইকে শুভ সকাল,
প্রিয় কমিউনিটির সকাল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। দিনের শুরুতে আশা করি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনাদের দোয়ায়। সবার জন্য শুভকামনা রইল সবার দিন যেন ভালো কাটুক। আপনারাও আমার জন্য দোয়া করবেন দিনটা যেন বেশ ভালো ভাবে যায়। সৃষ্টিকর্তা সকল বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করুক। আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা তো অবশ্যই জানেন সময় সুযোগ পেলেই আপনাদের সাথে ব্লগিংয়ের মাধ্যমে যোগাযোগ করতে চলে আসি।

সত্যি কথা বলতে এখানে ব্লগিং করতে না পারলে খুব বেশি খারাপ লাগে। এত বেশি নেশাই এবং পেশায় পরিণত হয়ে গেছে ব্লগিং আমার কাছে। যখনই সময় সুযোগ পাই তখনই আপনাদের সাথে যোগাযোগ করি। আজকে আমি একটি কবিতা শেয়ার করব। একক কবিতা গুলো লিখে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তবে মাঝে মধ্যে অনু কবিতা লেখার চেষ্টা করি। আজকে আমি আপনাদের সাথে জীবনের ইচ্ছে পূরণের একটি কবিতা লিখেছি। সেই কবিতাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রতিটি মানুষের জীবনে ইচ্ছের শেষ থাকেনা। একটি মানুষের জীবনে কত স্বপ্ন থাকে কত ইচ্ছে থাকে। সেই ইচ্ছে গুলো পূরণে মানুষ অনেক পরিশ্রম করে। মানুষ অনেক সাধনা করে। তবে কারও ইচ্ছে পূরণ হয় আবার কারও ইচ্ছে অপূর্ণ থেকে যায়।
কিন্তু জীবনে বেঁচে থাকতে হলে সকল ইচ্ছে পূরণের সামর্থ্য হয় না। মন চাই আকাশে ঘুরে বেড়াতে। কিন্তু তা কি কখনো সম্ভব বলেন? এমন কিছু কিছু ইচ্ছে থাকে যা অবশ্যই অপূর্ণ রয়ে যায়। ইচ্ছে করে মনের মানুষকে নিয়ে খুব সুন্দর ভাবে জীবন যাপন করতে। কিন্তু সবার জীবনে সেই সুখ সয়না। কারও জীবন ফুলে ফুলে ভরে যায়। আবার কারও জীবন দুঃখে কষ্টে বিষন্ন হয়ে যায়। তবুও তো মানব জীবন! তবুও আমাদেরকে জীবন সংগ্রাম করে চলে যেতে হয়। যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে সেদিন মানুষের সকল ইচ্ছে শেষ হয়ে যাবে। আজকের কবিতাটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা। তাহলে কবিতাটি পড়ে আসি কেমন লাগে আপনাদের—-----
চলুন তাহলে আমার কবিতাটি পড়ে আসি বন্ধুরা!- |
ইচ্ছা করে নীল আকাশে পাখি হয়ে ঘুরে বেড়াই
ইচ্ছে করে দূর দিগন্তে হারিয়ে যাই
ইচ্ছে করে নদীর স্রোতে বিলীন হয়ে যায়
ইচ্ছে করে সাদা মেঘের ভেলায় ভেসে বেড়াই।
ইচ্ছে করে আকাশের তারা হয়ে যায়
ফিরব না আর কখনো এই দিগন্তে
থাকবেনা কোন চাওয়া পাওয়া
থাকবেনা কোন আশা আর ভালবাসা।
ইচ্ছে করে একটি পূর্ণিমা রাত হই
পূর্ণিমা রাতে আকাশে একটি বড় চাঁদ থাকবে
সেই চাঁদ আলো ছড়াবে
ঝরবে আলোর রশ্মি হাসবে প্রকৃতি।
ইচ্ছে করে সেই পূর্ণিমা রাতের আলোর রশ্মিতে
মুছে দিব অমাবস্যার রাতের অন্ধকার
হারিয়ে যাবে সকল দুঃখ বিষন্ন
থাকবে শুধু জীবনে আনন্দ আর আনন্দ।
ইচ্ছে করে একটি শ্রাবণের রাত্রি হয়
আকাশে থেকে অঝোরে ঝরবে বৃষ্টির ধারা
ধুয়ে মুছে দেবে প্রকৃতির সমস্ত দুঃখ
হারিয়ে যাবো সেই শ্রাবণের স্রোতের গতিতে
ইচ্ছে করে মানবতার ফেরিওয়ালা হই
মানুষের দুঃখ দূর্দশা দেখবো
মানুষের বিপদে পাশে দাঁড়াবো
মানুষের মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করবো
মানবতার ফেরিওয়ালা হয়ে ঘুরে বেড়াবো সারাজীবন।
ইচ্ছে করে সারাক্ষণ তোমাকে পাশে রাখি
ইচ্ছে করে তোমার ভালোবাসায় মুগ্ধ হই
ইচ্ছে করে তোমার সাথে বৃদ্ধ হই
ইচ্ছে করে এভাবে সকল সুখে-দুঃখে
মৃত্যুকে আলিঙ্গন করি দুইজনে।


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।


একদম সঠিক বলেছেন আপু জীবনে সব কিছুর পূর্নতা হয় না৷ আসলে জীবনে কিছু পাওয়া না পাওয়া রয়ে যায় হয়তো এটাই জীবন ৷
তবে জীবনে আশা থাকা ভালো ৷ যা হোক ইচ্ছে করে কবিতার শিরোনাম দিয়ে অনেক চমৎকার একটি কবিতা লিখেছেন ৷ কবিতার লাইন গুলো শুয়ে যাওয়ার মতো ৷ অসংখ্য ধন্যবাদ আপু এভাবেই নিত্য নতুন কবিতা শেয়ার করবেন এমনটাই প্রত্যাশা করি ৷
জীবনের শিরোনামটা বড্ড অমিল। কোথাও মিল হয়ে যাই আবার কোথাও অমিলে ভরে যাই। ভালো লেগেছে আপনার অনুভূতি পড়ে।
আসলেই এখন ব্লগিং নিত্যদিনের সঙ্গী।যাই হোক আপু আপনি অনেক গুনের।আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর হয়েছে।
লাইনগুলো সুন্দর। ভালো লাগলো।ধন্যবাদ
অনেক ধন্যবাদ আপু কবিতা লাইন গুলো ভালো লাগার জন্য।
আপনার কবিতা গুলো পড়ে আমার খুবই ভালো লাগে। ইচ্ছে গুলো নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। মনের অনুভূতিগুলো সুন্দরভাবে এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। কবিতাটি তাই পড়ে খুবই ভালো লাগলো।
লেখার চেষ্টা করেছি প্রতিটি মানুষের জীবনে অনেকগুলো ইচ্ছে লোকিত থাকে।
সত্যি কথা বলতে এই পরিবারের সাথে একদিন সময় কাটাতে না পারলে কিছুই ভালো লাগেনা। তেমনি আপনার ক্ষেত্রেও হচ্ছে বুঝতে পারতেছি। যাই হোক ইচ্ছা তো সবারই রয়েছে কোন না কোন কিছুর প্রতি। বিশেষ করে প্রিয় মানুষটার সাথে থাকার ইচ্ছা সবার রয়েছে। আপনি আজকে এত সুন্দর একটা অনুভূতিমূলক কবিতা আমাদের মাঝে লিখে শেয়ার করেছেন দেখে, পুরো কবিতাটা পড়তে খুব ভালো লেগেছে আমার কাছে। আপনার কবিতার সবগুলো লাইন ছিল একেবারে অসাধারণ।
ঠিক বলছেন সবার ইচ্ছে থাকে কম বেশি। তবে প্রিয় মানুষের সাথে থাকা ইচ্ছে গুলো পূরণ করতে পারলে ভালই লাগে।
আপু অসাধারন একটি কবিতা লিখেছেন। আসলে আপনার এই কবিতার প্রতিটি লাইনের মতো আমারও অনেক কিছু ইচ্ছে করে। আর এই ইচ্ছেটাকে যদি একবার ছুতে পারতার তাহলে মনের কোঠায় বন্দি করে জীবনের সকল ইচ্ছেগুলো পূরন করে নিতাম। আর তাই আপনার লেখা কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে আমার ইচ্ছগুলো পুরনের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপু এত চমৎকার কবিতা লেখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনি কবিতাটি পড়লেন ভালো লেগেছে।
ওয়াও আপু আপনি সবসময়ই দারুন দারুন কবিতা আমাদের সাথে শেয়ার করেন। আজকে আপনার অনুভূতির "ইচ্ছে করে" কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। মনের কল্পনাতে এরকম ভেসে বেড়াতে সত্যি ভীষণ ভালো লাগে। আপনার কবিতার প্রতিটি লাইন মনোমুগ্ধকর হয়েছে আপু। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগলো আপনার মূল্যবান সময় দিয়ে আমার কবিতাটি পড়লেন।
আপু আপনার লেখা ইচ্ছে করে শিরোনামের কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার মাঝে মনে এক অন্যরকম অনুভূতি দারুন ভাবে ফুটে উঠেছে। অনেক অপ্রকাশিত কথাগুলো কবিতার মাঝে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কবিতা গুলো লেখার চেষ্টা করি কারণ আপনারা অনেক বেশি উৎসাহিত করেন তাই।
আপু আপনি আজকে ইচ্ছে করে কবিতাটা খুব সুন্দর করে লিখেছেন তো। আপনার লেখা সুন্দর সুন্দর কবিতা গুলো বেশিরভাগ সময় আমার পড়া হয়ে থাকে। ঠিক তেমনি আজকের এই কবিতাটা খুবই ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইনের মাধ্যমে আপনি বাস্তবতাকে তুলে ধরেছেন। আমাদের সবার জীবনে থাকা ইচ্ছাকে তুলে ধরেছেন আপনি অনেক সুন্দর করে এই কবিতার মাধ্যমে। আপনার কবিতা সত্যি প্রশংসার দাবি রাখে।
প্রতিটি মানুষের জীবনে কিছু ইচ্ছে থাকে আপু। সেই ইচ্ছে গুলো হামাগুড়ি দিয়ে থাকে অনেকের কাছে। পূরণ হয় না শত চেষ্টা করলেও। ভালো লাগলো কবিতাটি পড়লেন আপনি।
মানুষ বেঁচে থাকলে তার অনেক রকম ইচ্ছা জাগে। তবে সবার সব ইচ্ছে কখনো পূরণ হয় বা হয় না আর এই নিয়ে জীবন। আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। যেখানে মানুষের পাশে দাঁড়ানোর অনুভূতি প্রাকৃতিক পরিবেশকে বৃষ্টি হয়ে পরিষ্কার করে দেয়ার অনুভূতি। আর এভাবেই মনের আবেগ প্রকাশ করেছেন কবিতার মধ্যে। অনেক ভালো লাগলো আপু কবিতা আবৃত্তি করে।
কত ধরনের ইচ্ছে থাকে মানুষের। কিছু পূরণ হয় আবার কিছু অপূর্ণ থেকে যায়।
আসলেই আপু আমাদের জীবনের সব ইচ্ছা আমরা পূরণ করতে পারি না। কিছু কিছু ইচ্ছা আমাদের দ্বারা পূরণ করা সম্ভব নয়। বাস্তবের সাথে সংগ্রাম করে আমাদের বেঁচে থাকতে হয়। আপনার আজকের কবিতাটি দারুন হয়েছে আপু। বরাবরের মতোই অসাধারণ লিখেছেন আপনি।
আপু জীবনে ইচ্ছে করা এবং সেই ইচ্ছে গুলোকে বাস্তবে রূপান্তরিত করা খুবই কঠিন।