ফটোগ্রাফিঃ- নার্সারি থেকে সংগ্রহ করা কিছু ফুলের ফটোগ্রাফি।
প্রিয় পরিবারের
সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি পরিবারের সবাই অনেক ভালো আছেন। আমার বাংলা ব্লগ পরিবার মানে হচ্ছে সব ভাই বোন আমরা একই সাথে একই পরিবার এ থাকি। এই পরিবারের গঠন এই পরিবারের সম্প্রীতি খুবই সুন্দর। সবার মধ্যে বেশ সুন্দর একটি মনোভাব বিরাজ করে সব সময়। কমিউনিটিতে যতটুকু সময় দিই অনেক ভালো লাগে মুহূর্তগুলো। তাই বারবার ফিরে আসার চেষ্টা করি সবার সাথে আড্ডা দেওয়ার জন্য। এছাড়া ও নিজের ভালো মন্দ বিষয় গুলো ব্লগের মাধ্যমে স্টিমিট ওয়ালে থাকার চেষ্টা করি। আজকে বন্ধুরা আবার হাজির হয়েছি আপনাদের সাথে আবার একটি নতুন ব্লগ নিয়ে। সব সময় চেষ্টা করি আপনাদের সাথে ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করতে।
যদিও আজকে অনেক বেশি ক্লান্ত লাগছে। কারণ সকাল থেকে বাচ্চাদের স্কুলে ছিলাম। তাদেরকে ভর্তি করাই দিয়েছি তাই বেশ এদিক ওদিক অনেক দৌড়াদৌড়ি করতে হলো। যদিও মেয়েদের বাবা যাওয়ার কথা উনি অফিসে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমাকে যেতে হলো। অবশেষে বিকেলে বাসায় ফিরে আসি। কিন্তু সেই ক্লান্তিভাব এখনো গেলো না। মন চাইছে একদম শুয়ে থাকি। কিন্তু কি আর করার ধারাবাহিকতা বজায় রেখে পোস্টগুলো শেয়ার করতে হবে। তাই আপনাদের সাথে হাজির হয়ে গেছি একটি ফটোগ্রাফি ব্লগ নিয়ে। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই বিভিন্ন জায়গা থেকে ফটোগ্রাফি করে নিতে চেষ্টা করি। কিছুদিন আগে স্কুল থেকে ফ্রি হয়ে ফুলের নার্সারিতে গেছিলাম। যেহেতু স্কুলে গেলে নার্সারি ও পাশাপাশি। সেজন্য ভাবছিলাম নার্সারিতে যেয়ে কিছু ফটোগ্রাফি করতে পারে কিনা দেখি।
গত বছর শীতের সময় নার্সারিতে গেছিলাম কিন্তু এরপরে আর যাওয়া হয়নি। যদিও আসা যাওয়ার পথে নার্সারিটা চোখে পড়ে। একদম রাস্তার পাশে যাওয়ার সময় দেখা যায় নার্সারি। কিন্তু ভিতরে প্রবেশ করা হয়নি। যেহেতু কিছুদিন আগে স্কুলে গেছিলাম বাচ্চাদের রেজাল্ট দেখার জন্য। তখন চিন্তা করলাম সেখান থেকে একেবারে একটু নার্সারিতে যাব। যেহেতু ফটোগ্রাফি একদম শেষ হয়ে গেছিল তাই ভাবছিলাম কিছু ফুলের ফটোগ্রাফি সংগ্রহ করা যায় কিনা। এখন যেহেতু শীতকাল বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। তবে একটা বিষয় খুবই ভালো লাগে আমার কাছে তা হচ্ছে এক নার্সারিতে এক এক ধরনের ফুলের সৌন্দর্য বিরাজ করে।
আমি যখন নার্সারিতে গেছিলাম তখন সেখানে বেশ সুন্দর সুন্দর ফুল দেখেছি। তাছাড়া যখন আমরা কোন ফুলের বাগানে যাই সেখানে আরো বিভিন্ন ধরনের ফুলের বাগান দেখা যায়। তবে নার্সারির বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ নার্সারিতে হলে হরেক রকমের ফুলের গাছ এবং ফুল দেখা যায়। গত বছরের তুলনায় এই বছর নার্সারি দেখে খুবই ভালো লাগছে আমার। কারণ এই নার্সারিটা আগের থেকে অনেক বেশি বড় আকার করেছে। আগে তো অনেক বেশি ঝোপ ঝাঁর ছিল। কিন্তু এখন সেগুলোকে পরিষ্কার করে বড় আকারে করা হয়েছে। ছোট ছোট ফুল গাছ গুলো দেখতে খুবই সুন্দর দেখছিলাম।
বিশেষ করে এত ছোট ছোট ফুল গাছের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। আর অনেক রোদ পড়ার কারণে নার্সারিতে বেশ ভালো লাগছিল ফুলগুলো দেখতে। বিশেষ করে এত সুন্দর সুন্দর ফুল ছিল যে ফুলগুলো অনেক পুষ্টি করছিল। আমরা যখন নার্সারিতে প্রবেশ করি এত সুন্দর সুন্দর গাঁদা ফুল দেখছিলাম একসাথে অনেকগুলো গাছ ছিল। বিশেষ করে দুই প্রকারের গাঁদা ফুল গাছ ছিল। কিছু ফুল ছিল লাল প্রজাতির আর কিছু ফুল ছিল একদম হলুদ প্রজাতির বড় সাইজের। সবগুলো ফুল দেখতে খুবই সুন্দর ছিল।
প্রথমে সেখানে প্রবেশ করে সেখান থেকে অনেকগুলো গাঁদা ফুলের ফটোগ্রাফি নিয়েছিলাম। এরপরে অন্য জায়গায় চলে গেলাম সেই নার্সারির একই এরিয়ার ভিতরে। অন্য জায়গায় দেখতে পেলাম সেখানে বেশ সুন্দর ফুল রয়েছে। তাছাড়া সেখানে নয়ন তারা ফুল ছিল। ডায়ান্থাস ফুল ও জিনিয়া ফুল ছিল। খুবই ভালো লাগছিল ছোট ছোট ফুল গুলো দেখতে। তবে এই ছোট ছোট ফুলের ফটোগ্রাফি গুলো নিতে খুবই সময় লাগছিল। সেখান থেকে প্রচুর পরিমাণ ফুলের ফটোগ্রাফি নিয়েছিলাম। সেই ফুলের ফটোগ্রাফি গুলো নিয়ে আবার আমি অন্য জায়গায় চলে যায়। একই নার্সারীর ভিতরে আলাদা আলাদাভাবে ফুলের গাছগুলো রোপন করা হয়েছে। অন্য জায়গায় যাওয়ার পরে দেখলাম সেখানে সুন্দর সুন্দর গোলাপ ফুল। সেখানে আবার রঙ্গন ফুল ছিল বিভিন্ন প্রজাতির বন্য ফুল ছিল।
দেখতে ভীষণ ভালো লাগছিল। ছোট ছোট ফুল গুলো সংগ্রহ করেছিলাম অনেক সময় নিয়ে। বিশেষ করে সেখানে অনেক বেশি গাছপালা থাকার কারণে মশা অনেক বেশি বিরক্ত করছিল। যেহেতু সময় দিয়ে ফুলের ফটোগ্রাফি গুলো নিয়েছিলাম অনেক বেলা হয়ে গেছিল। যদিও এখন শীতকাল কিন্তু শীতের রোদ গুলো অনেক বেশি খরা টাইপের। যারা বাইরে শীতের দিনে হাটাহাটি করেন তারা বুঝতে পারবেন আসলে এই শীতের দিনের রোদ গুলো বেশি তাপ। সেখানের বেশক্ষণ থাকার কারণে মাথা ব্যাথা শুরু হয়ে গেছিল। তাই তাড়াহুড়ো করে আরো হয় প্রকারের ফটোগ্রাফি আমি নিয়েছিলাম। সেই ফটোগ্রাফি গুলো নেওয়ার পর আমি আর অপেক্ষা করি নাই।
আমরা বাসায় চলে আসি যেহেতু দুপুর হয়ে গেছিলাম সেজন্য। নার্সারি থেকে সংগ্রহ করা কিছু ফুলের ফটোগ্রাফি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি বন্ধুরা প্রতিটি ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ক্যামেরার বিবরণ
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
লোকেশন | কক্সবাজার |
ক্যাটাগরি | ফুলের ফটোগ্রাফি। |
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
অনেক সুন্দর নার্সারি থেকে সংগ্রহ করা ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন আপু আপনি। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। সবগুলো ফুল আমার অনেক পছন্দ হয়েছে।আপনার করা ফটোগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় ।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন আপু আপনি। সুন্দর এই ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার বেশ ভালো লেগেছে জানতে পেরে অনুপ্রাণিত হয়েছি আপু অনেক।
আমার আজকের টাস্কঃ-
আসলে ফুলের নার্সারির মধ্যে ঘুরতে গেলে প্রায় সব ধরনের ফুল দেখা যায়। আপনি দেখছি আজকে ফুলের নার্সারি থেকে ধারণ করা বেশ কয়েকটি এলোমেলো ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা গাঁদা ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।
একদম ঠিক বলছেন ভাইয়া নার্সারিতে গেলে ফিরে আসতে ইচ্ছে করেনা। এত সুন্দর সুন্দর ফুল চারদিকে যা আমাকে অনেক বেশি মুগ্ধ করে।
নার্সারি থেকে খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। নার্সারিতে সময় কাটাতে ভালোই লাগে। বিভিন্ন রকমের গাছ এবং ফুল দেখা যায় এবং সেগুলো সম্পর্কে জানা যায়। ভালো লাগলো আপনার আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ আপু সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনাকে সময় দিয়ে পুরো ব্লগটি ভিজিট করার জন্য।
নার্সারিতে গাছ কিনতে গেলে একই সাথে অনেক ফুলের ফটোগ্রাফি করা যায়। আপনার নার্সারি থেকে সংগৃহীত ফুলগুলোর ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
আমাদের বাসার পাশে স্কুল এবং স্কুলের পাশে নার্সারি যেতে খুবই সুবিধা হয় কাছাকাছি তাই।
নার্সারিতে ঘুরতে গেলে এমন সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করা যায়। নার্ছারি থেকে অনেক সুন্দর সুন্দর ফুলে ফটোগ্রাফি করে মাঝে মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর করে ধারণ করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
আগের তুলনাই এবারে কিন্তু ফুল অনেক কম দেখছিলাম তাই কম ফুল সংগ্রহ করতে পারছি।
আমি তো নার্সারিতে গেলে সবার আগে দেখি গাদাঁ ফুল। আর গাদাঁ ফুলের ঘ্রাণও আমার কাছে ভালো লাগে। আপনি তো নার্সারিতে গিয়ে চমৎকার ফটোগ্রাফি করেছেন। আমার কাছে ভালো লাগলো ফটোগ্রাফিগুলো।
ঠিক বলছেন গাঁদা ফুলের ঘ্রাণ আমার কাছেও দারুণ মনে হয়।
নার্সারি থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি সংরক্ষণ করেছেন। খুবই ভালো লাগলো এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেরে। একদম মন মুগ্ধ হওয়ার মত ছিল বেশ কিছু ফুল। আর এখন কিন্তু ফুলেরই সময়। তাই নার্সারিতে অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যাবে।
একদম ঠিক বলছেন শীতকাল কিন্তু ফুলের সিজনের ঋতু। আর এত সুন্দর সুন্দর ফুল দেখতে খুব ভালো লাগে।
https://x.com/nahar_hera/status/1876702288565113338?t=sDJcP-HKQC8QJ_0psaD26Q&s=19
নার্সারি থেকে আপনি অনেক সুন্দর দেখতে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি সংগ্রহ করেছেন। আমার কাছে আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লেগেছে। প্রতিটা ফুলের সৌন্দর্য দেখে জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। অনেক সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি গুলো করেছেন আর আমাদের মধ্যে শেয়ার করেছেন।
অনেক উৎসাহ পেলাম আপু আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জানতে পেরে।