ভিডিও গান কভার-"💕তোমারে লেগেছে এত যে ভালো"💖
সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম।
আশা করি সকলেই ভাল আছেন?
[গানের প্রয়োজনীয় তথ্য]
কন্ঠশিল্পীঃ শিল্পী তালাত মাহমুদ।
গানের কথা ও সুরকারঃ কে জি মুস্তাফা।
আমার গান কভার ভিডিও
[গানের লিরিক্স]
চাঁদ বুঝি তা জানে,
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে।।
রাতের আকাশে তারার মিতালী
আমারে দিয়েছে সুরের গীতালী।
কত যে আশায় তোমারই নামে
জ্বালিয়ে আমি রেখেছি দ্বীপালী।
আকুল ভ্রোমরা বলে সে কথা
বকুলের কানে কানে।।
এতো যে কাছে পেয়েছি তোমারে
এত যে প্রীতি দিয়েছ আমারে।
এত যে পাওয়া কেমনে সহিব
একাকী আমি নীরব আঁধারে।
আকুল পাপিয়া ছড়ায়ে সে কথা
বাতাসের কানে কানে।।
সোর্স
শুভেচ্ছান্তে-
@samhunnahar
আমি গান গাইতে ভালবাসি।
আমি বাংলা ভাষাকে অনেক ভালবাসি।
বাংলায় লিখতে ও পড়তে ভালবাসি।
আমার যখন মনটা খারাপ থাকে তখন আমি গান শুনি। যদিও আমাদের রুচির ভিন্নতা আছে এটা থাকাই স্বাভাবিক। এই গানটা আমার পছন্দের না তবে কয়েকবার শুনেছি। আপনার কন্ঠটা দারুণ আপু। এবং খুবই আস্তে ধীরে সুন্দরভাবে কভার করেছেন গানটা। বেশ দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
পছন্দের ভিন্নতা থাকবে সেটা তো স্বাভাবিক ভাইয়া।আপনার ভাল লেগেছে সেটাই হচ্ছে স্বার্থকতা।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আপু আপনি ঠিক বলেছেন গান শুনলে মন ভালো হয়ে যায়। আপনি সখ করে গান করেন জেনে ভালো লাগলো। আপনি যে গানটি কভার করেছেন সেটা আমার পছন্দের গান।আপনি খুব ভালো গেয়েছেন আপু।আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আপনাকে একটা পছন্দের গান শুনাতে পেরে ভাল লাগলো
জানেন তো আপু আমার কাছে মনে হয় যে গান ভালোবাসে না বা অনুভব করতে জানে না তার ভেতরে আবেগ বা মন বলে কিছু নেই। অসম্ভব সুন্দর লাগলো গানটি আপনার গলায়। এই গানটা অনেক বার শুনেছি। একটা অদ্ভুত মিষ্টতা আছে গানের ভিতরে। আমি সেই মিষ্টতা টা আপনার গানের মাঝেও পেয়েছি। সত্যিই অনেক ভালো লেগেছে। আর মাঝে মাঝেই এমন গান আমাদের উপহার দেবেন। অনেক শুভেচ্ছা রইল।
আপনি ঠিক বলছেন ভাইয়া যে মনাুষ গান পছন্দ করে না সে অনুভূতিহীন একজন মানুষ ছাড়া আর কিছু না।
গান হলো মানুষের মনের খোরাক, আমি গান শুনতে খুবই ভালোবাসি। আপু আপনার গান হ্যাংআউট এ শুনি ভালো লাগে। আজকের গানটি শুনতে আরও একটু বেশি ভালো লাগলো কন্ঠ বেশ মিষ্টি লাগলো। সুন্দর গানটি গাওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপু আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভাল লাগলো।
আপনি একদম ঠিক বলেছেন গান ভালোবাসা না এমন খুব কম সংখ্যক লোক রয়েছে। বেশিরভাগ মানুষই গান ভালোবাসে এবং আমিও অনেক পছন্দ করি গান গাইতে এবং শুনতে। অনেক ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটি প্রিয় গান কাভার করার জন্য ভালো থাকবেন।
গান পছন্দ করেন শুনে ভাল লেগেছে।আরো ভাল করে গেয়ে আপনাদের গান উপহার দেওয়ার জন্য দোয়া করবেন।
এত সুন্দর করে, সাবলীল ভাষায় মতামত দিয়েছেন অনেক উৎসাহ পেয়েছি।
সৌন্দর্য ও সাবলীল রক্ষার্থে ভিন্ন কিছু পোস্ট করার চেষ্টা আমাদের সকলেরই উচিত। আপু আপনি সুন্দর গান গেয়ে শুনিয়েছেন। এই ধরনের পুরানো গান গুলো বেশ সুন্দর। আপনার কন্ঠ টা বেশ সুন্দর।সব মিলিয়ে ভালো ছিলো।সামনে থেকে আরো ভালো কিছু শুনতে পাব।ধন্যবাদ আপনাকে
গান আমারও শুনতে ভাল লাগে। ভালো গাইলেন আপু, ধন্যবাদ আপনাকে।
আপনাদের ভাল লাগার জন্য তো আমার গান গাওয়া।শুনে ভাল লাগলো আপনার ভাল লেগেছে তাই।
আমি মনে করি আপু প্রতিটি মানুষের কাছে গান অনেক শখের। চেষ্টা করলে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে পারবে না। আপনার গানের রিলিক্স গুলো আমি শুনেছি প্রতিটি লাইন আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে। আপনার জন্য দোয়া রইল আপনি যেন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি গান শেয়ার করার জন্য।
আপনারকে অনেক ধন্যবাদ এত উৎসাহ দিয়ে সহযোগিতা করার জন্য।