ভিডিও গান কভার-"💕তোমারে লেগেছে এত যে ভালো"💖

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম।

আশা করি সকলেই ভাল আছেন?


আমি সামশুন নহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করে থাকি।ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করে পোস্টের সৌন্দর্য ও সাবলীল রক্ষার্থে ভিন্ন কিছু করার চেষ্টা করি।সেই সুবাদে আমি আজও নতুন একটি গান কভার শেয়ার করব বলে উপস্থিত হয়েছি।গান আমার অনেক শখের।গান গাইতে আমি অনেক পছন্দ করি।আমার অনেক স্বপ্ন ছিল গান কে নিয়ে।কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল।

আমার স্বপ্ন কিছুটা হলেও গান কভার করে আমার বাংলা ব্লগে শেয়ার করার চেষ্টা করি।সেই সুযোগটা “আমার বাংলা ব্লগ” আমাকে করে দিয়েছে। তার জন্য আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমার কাছে সব ধরনের গান ভাল লাগে।আমি যে গান শুনি না কেন সেটা আমি গাওয়ার চেষ্টা করে যাই।"তোমারে লেগেছে এত যে ভাল” গানটি আসলেই অনেক সুন্দর একটি গান।এই গানটি আমি আপনাদেরকে কভার করে শেয়ার করতেছি।আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।গান শুনলে মন অনেক ফ্রেশ থাকে।

মনের মধ্যে যে ক্লান্তি ভাব আসে গান শুনলে অনেকটা প্রশান্তি চলে আসে।তাই মাঝে মাঝে গান শোনার চেষ্টা করি এবং সেই গান কভার করার চেষ্টা করি।গান পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে।তবে অনেকেই একদম শুনতে চায় না।আবার অনেকে আছে বেশি শুনে।আবার অনেকে আছে মাঝে মাঝে শোনার চেষ্টা করে। তবে আমি মনে করি যে যেভাবে শুনেন না কেন, গান শুনলে মানুষের মন সুন্দর থাকে।মনকে আনন্দ দেয়।তাহলে বন্ধুরা আমার আজকের গান কভার শুনে আসি। কোন ধরনের ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

[গানের প্রয়োজনীয় তথ্য]

গানঃ তোমারে লেগেছে এত যে ভালো--।
কন্ঠশিল্পীঃ শিল্পী তালাত মাহমুদ।
গানের কথা ও সুরকারঃ কে জি মুস্তাফা।

আমার গান কভার ভিডিও


[গানের লিরিক্স]



তোমারে লেগেছে এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে,
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে।।

রাতের আকাশে তারার মিতালী
আমারে দিয়েছে সুরের গীতালী।
কত যে আশায় তোমারই নামে
জ্বালিয়ে আমি রেখেছি দ্বীপালী।
আকুল ভ্রোমরা বলে সে কথা
বকুলের কানে কানে।।

এতো যে কাছে পেয়েছি তোমারে
এত যে প্রীতি দিয়েছ আমারে।
এত যে পাওয়া কেমনে সহিব
একাকী আমি নীরব আঁধারে।
আকুল পাপিয়া ছড়ায়ে সে কথা
বাতাসের কানে কানে।।

268712224_305654151337735_1271309276897107472_n.png

সোর্স

268712224_305654151337735_1271309276897107472_n.png

আশা করি আমার গানটি আপনাদের সকলের ভাল লেগেছে।আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার লেখাগুলো পড়েছেন। আমার আজকের গান কভারটি আপনারা সময় দিয়ে দেখেছেন।অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি।

আমার লেখায় এবং গানের মধ্যে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে মতামত দিয়ে জানাবেন।মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন আশা করি। আপনাদের সুন্দর মন্তব্য পড়ার জন্য অপেক্ষায় রইলাম।আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে অন্য একদিন।সবাই সুস্থ থাকবেন আশা করি।

শুভেচ্ছান্তে-

আমি সামশুন নাহার হিরা
@samhunnahar
আমি গান গাইতে ভালবাসি।
আমি বাংলা ভাষাকে অনেক ভালবাসি।
বাংলায় লিখতে ও পড়তে ভালবাসি।

Banner_Annivr44.png

Sort:  
 2 years ago 

আমার যখন মনটা খারাপ থাকে তখন আমি গান শুনি। যদিও আমাদের রুচির ভিন্নতা আছে এটা থাকাই স্বাভাবিক। এই গানটা আমার পছন্দের না তবে কয়েকবার শুনেছি। আপনার কন্ঠটা দারুণ আপু। এবং খুবই আস্তে ধীরে সুন্দরভাবে কভার করেছেন গানটা। বেশ দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

পছন্দের ভিন্নতা থাকবে সেটা তো স্বাভাবিক ভাইয়া।আপনার ভাল লেগেছে সেটাই হচ্ছে স্বার্থকতা।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

আপু আপনি ঠিক বলেছেন গান শুনলে মন ভালো হয়ে যায়। আপনি সখ করে গান করেন জেনে ভালো লাগলো। আপনি যে গানটি কভার করেছেন সেটা আমার পছন্দের গান।আপনি খুব ভালো গেয়েছেন আপু।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে একটা পছন্দের গান শুনাতে পেরে ভাল লাগলো

 2 years ago 

জানেন তো আপু আমার কাছে মনে হয় যে গান ভালোবাসে না বা অনুভব করতে জানে না তার ভেতরে আবেগ বা মন বলে কিছু নেই। অসম্ভব সুন্দর লাগলো গানটি আপনার গলায়। এই গানটা অনেক বার শুনেছি। একটা অদ্ভুত মিষ্টতা আছে গানের ভিতরে। আমি সেই মিষ্টতা টা আপনার গানের মাঝেও পেয়েছি। সত্যিই অনেক ভালো লেগেছে। আর মাঝে মাঝেই এমন গান আমাদের উপহার দেবেন। অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনি ঠিক বলছেন ভাইয়া যে মনাুষ গান পছন্দ করে না সে অনুভূতিহীন একজন মানুষ ছাড়া আর কিছু না।

 2 years ago 

গান হলো মানুষের মনের খোরাক, আমি গান শুনতে খুবই ভালোবাসি। আপু আপনার গান হ্যাংআউট এ শুনি ভালো লাগে। আজকের গানটি শুনতে আরও একটু বেশি ভালো লাগলো কন্ঠ বেশ মিষ্টি লাগলো। সুন্দর গানটি গাওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভাল লাগলো।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন গান ভালোবাসা না এমন খুব কম সংখ্যক লোক রয়েছে। বেশিরভাগ মানুষই গান ভালোবাসে এবং আমিও অনেক পছন্দ করি গান গাইতে এবং শুনতে। অনেক ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটি প্রিয় গান কাভার করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

গান পছন্দ করেন শুনে ভাল লেগেছে।আরো ভাল করে গেয়ে আপনাদের গান উপহার দেওয়ার জন্য দোয়া করবেন।

 2 years ago 
আপু আপনি যে এত সুন্দর গান জানেন আমার জানা ছিল না। আপনি অসম্ভব সুন্দর গেয়েছেন। আপনি যে শখ করে গান বলেন এটা শুনে ভালো লাগলো। আসলে শখ না থাকলে কোন কিছুই হয় না।শখের মধ্যে দিয়ে মানুষ তার আশাটাকে পূরণ করে।আপনি অনেক সুন্দর ভাবে গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
 2 years ago 

এত সুন্দর করে, সাবলীল ভাষায় মতামত দিয়েছেন অনেক উৎসাহ পেয়েছি।

 2 years ago 

সৌন্দর্য ও সাবলীল রক্ষার্থে ভিন্ন কিছু পোস্ট করার চেষ্টা আমাদের সকলেরই উচিত। আপু আপনি সুন্দর গান গেয়ে শুনিয়েছেন। এই ধরনের পুরানো গান গুলো বেশ সুন্দর। আপনার কন্ঠ টা বেশ সুন্দর।সব মিলিয়ে ভালো ছিলো।সামনে থেকে আরো ভালো কিছু শুনতে পাব।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

গান আমারও শুনতে ভাল লাগে। ভালো গাইলেন আপু, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাদের ভাল লাগার জন্য তো আমার গান গাওয়া।শুনে ভাল লাগলো আপনার ভাল লেগেছে তাই।

 2 years ago 

আমি মনে করি আপু প্রতিটি মানুষের কাছে গান অনেক শখের। চেষ্টা করলে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে পারবে না। আপনার গানের রিলিক্স গুলো আমি শুনেছি প্রতিটি লাইন আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে। আপনার জন্য দোয়া রইল আপনি যেন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি গান শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনারকে অনেক ধন্যবাদ এত উৎসাহ দিয়ে সহযোগিতা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 83548.06
ETH 2080.28
USDT 1.00
SBD 0.63