আসসালামু আলাইকুম,
সম্মানিত প্রিয় পরিবারের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন পরিবার পরিজনকে নিয়ে। আমার বালা ব্লগ পরিবারের সকল ভাই বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। আশা করি বন্ধুরা আমার আজকের ব্লগ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বেশ কিছুদিন পরে একটি গান কভার নিয়ম উপস্থিত হয়েছি। এর আগে প্রতিনিয়ত সপ্তাহে একটি করে গান কভার শেয়ার করতাম। আসলে ইদানিং শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ থাকার কারণে গান কভার একদম করা হয় না। কিন্তু মাঝে মাঝে পোস্টের একঘেয়েমিতা চলে আসে একদম ভালো লাগে না। তাই আজকে সিদ্ধান্ত নিলাম যে একটি গান কভার আপনাদের সাথে শেয়ার করব। যদিও বেশ কিছু দিন যাবত গান গাওয়া হচ্ছে না তাই গানের গলা তেমন ভালো নেই।

যে কোন ক্ষেত্রে যদি প্রতিনিয়ত চর্চা করা হয় তাহলে সেই জিনিসটি ভালো দেখায়। ঠিক তেমনি গানের ক্ষেত্রেও একই অবস্থা। যখন প্রতিনি প্রতিনিয়ত গানগুলো গাওয়া হয় তখন গলা বেশ ঠিকঠাক থাকে। গানটি কেমন হলো জানিনা নতুন একটি গান কভার আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ইদানিং এই গানটি জনপ্রিয়তা পেয়েছে। যদিও হারানো দিনের গানগুলো আমি বেশি পছন্দ করি। তবে মাঝেমধ্যে আধুনিক গানগুলো বেশ ভালো লাগে। আজকাল যখন facebook কিংবা youtube এ যখন প্রবেশ করি তখন এই ধরনের গান গুলো বেশি দেখা যায়। তবে এমন কিছু কিছু গান আছে যেগুলো মনের অজান্তে অনেক ভালো লেগে যায়। তাই গানটি আমার অনেক ভালো লাগছিল শুনতে। সিদ্ধান্ত নিলাম যে আজকে এই গানটি কভার করে আপনাদের সাথে শেয়ার করি। তাই বন্ধুরা যে চিন্তা ভাবনা সেই কাজ রেকর্ডিং করতে বসলাম।
বুঝতে তো পারছেন যেকোনো কাজ এত বেশি সহজ নয়। প্রত্যক আইটেমের পোস্ট তৈরি করতে যথেষ্ট পরিমাণ কষ্ট করতে হয়। যখন আমরা একদম সহজ ভাবে জানালার রাইটিং করি অনেকে ভাবে সেটি সহজ। আসলে কি বিষয়ের উপর জেনারেল রাইটিং করব সেটা ভালোভাবে আইডিয়া নিতে হয় ভালো ধারণা থাকতে হয় তাহলে সুন্দরভাবে লেখা যায়। যখন আমরা বিভিন্ন উপকরণ দিয়ে ডাই প্রজেক্ট গুলো তৈরি করি সে ক্ষেত্রেও ভালো আইডিয়া থাকতে হয়। ঠিক তেমনি একটি গান কভার পোস্ট শেয়ার করতে হলে সেই গানের ক্ষেত্রেই যথেষ্ট পরিমাণ সুর থাকতে হয়। তাছাড়া গানগুলো রেকর্ডিং করতে হয়। আবার সেগুলোকে পারলে এডিট করতে হয়। ইউটিউবে সবমিট করতে হয়। সবকিছু মিলিয়ে আবার সেই গানের লিংক পোস্টের মধ্যে সাবমিট করতে হয়।
শুধু যে লিংকটি কমিউনিটির পোস্টের মধ্যে সাবমিট করবো এটা নয় সেই গান সম্পর্কে কিছু লিখতে হয়। তাহলে বুঝতে পারছেন একটি গান কভার করা কত কষ্টের। আমি মনে করি যে কোন কাজে কষ্ট রয়েছে। এত সহজ নয় যে কোন কাজ করা। তবে যার ক্ষেত্রে যে আর্ট সবচেয়ে বেশি ভালো মানায় তাকে সে কাজ করলে ভালো লাগে। যাক বন্ধুরা সেদিকে আর যাচ্ছি না। আশা করি আমার আজকের গান কভার আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে আর দেরি না করে গান কভারটি শুনে আসি—
গান-- | “মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবোনা করিও ক্ষমা” |
শিল্পী- | লারজিনা পারভিন |
এ্যালবাম | --- |
সুরকার | মিরাজ খান |
গানটি শুনতে এখানে ক্লিক করুন
[গানের কথা]
মরণ যদি আসে ও প্রিয়তমা
ভুলে যেতে পারবো না করিও ক্ষমা
মরণ যদি আসে ও প্রিয়তমা
ভুলে যেতে পারবো না করিও ক্ষমা।
মনের মানুষকে কি ভুলে থাকা যায়
ভুলে যেতে চাইলে মনে পরে যায়।
মরণ যদি আসে ও প্রিয়তমা
ভুলে যেতে পারবো না করিও ক্ষমা।
না পাওয়ারই মাঝে আছে বেদনারই সুখ
ভুলে যেতে চাইলে ভাসে তরই মুখ
না পাওয়ারই মাঝে আছে বেদনারই সুখ
ভুলে যেতে চাইলে ভাসে তরই মুখ।
মনের মানুষকে কি ভুলে থাকা যায়
ভুলে যেতে চাইলে মনে পরে যায়।
মরণ যদি আসে ও প্রিয়তমা,
ভুলে যেতে পারবো না করিও ক্ষমা।
প্রেমেরই মরণ বল কখনো কি হয়
প্রেমিকার মনে তা যুগে যুগে রয়
মনের মানুষকে কি ভুলে থাকা যায়
ভুলে যেতে চাইলে মনে পরে যায়।
মরণ যদি আসে ও প্রিয়তমা
ভুলে যেতে পারবো না করিও ক্ষমা
মরণ যদি আসে ও প্রিয়তমা
ভুলে যেতে পারবো না করিও ক্ষমা।
ভুলে যেতে পারবো না করিও ক্ষমা
ভুলে যেতে পারবো না করিও ক্ষমা
ভুলে যেতে পারবো না করিও ক্ষমা...

আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করি পছন্দের গান কভার করে শেয়ার করার। আপনারা সব সময় অনেক উৎসাহ দেন অনেক ভাল লাগে। তাই বার বার পছন্দের গান কভার নিয়ে হাজির হয়ে যায় বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন পরিবারকে নিয়ে। |

আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।


মনে হচ্ছে অনেকদিন পর আপনার কন্ঠে গান শুনলাম। এই গানটা আগে কখনো শোনা হয়নি। আপনি খুব সুন্দর ভাবে পুরো গানটা কভার করেছেন আপু। শুনে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ভালো লাগলো আপনার কন্ঠে গানটা শুনে। ধন্যবাদ আপু।
গঠনমূলক মন্তব্যের মাধ্যমে সুন্দর উৎসাহ দিলেন আপু ভালো লেগেছে ধন্যবাদ।
Twitter Link
আমার প্রিয় এবং পছন্দের একটি গান কভার করেছেন আপু। আমার অজান্তেই এই গানটিকে আমার ভীষণ ভালো লাগে। আপনার কন্ঠে এই গানটির কভার শুনে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনি চমৎকার গাইতে পারেন। আগামীতে আপনার থেকে আরো গানের কভার শুনতে চাই।
আগে প্রতি সপ্তায় গান কভার করতাম ভাইয়া। তাছাড়াও হ্যাংআউটে গান শোনা হতো। এখন কিন্তু করা হয় না তেমন।
আপু আপনার কন্ঠে গাওয়া গান গুলো শুনতে বেশ ভালো লাগে আমার কাছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আমার প্রিয় একটি গান পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনতে পেরে বেশ ভালো লাগলো আমার। আপনি পুরো গান টি খুবই সুন্দর করে গাওয়ার চেষ্টা করেছেন।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সময় দিয়ে আমার গান কভার শোনার জন্য।
আরে বাহ্ ভাই, আপনি তো দেখছি অসম্ভব দারুন একটা গানের কভার করেছেন আজকে। আপনার আজকের কভার করা গানটা শুনতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনি আজকে যে গানের কভারটা করেছেন এই গানটা আমি বেশ কয়েকবার শুনেছিলাম। তবে আমার কাছে আপনার খালি গলায় শুনতে একটু বেশি ভালো লেগেছে গানটি। পুরো গানের কভার হয়েছে জাস্ট অসাধারণ একেবারে। আপনি এত সুন্দর করে পুরো গানটার কভার করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
এই গানটি বেশ সুন্দর ভাইয়া আমার অনেক প্রিয় একটি গান। অনেক ধন্যবাদ আপনাকে গান শোনে প্রশংসা করার জন্য।
আপু আপনার মিষ্টি কন্ঠে সব সময় সুন্দর সুন্দর গানগুলো বাছাই করে কভার করে আমাদের মাঝে শেয়ার করেন। আপনার কন্ঠে প্রতিটা গান খুব সুন্দর করে তুলে ধরেন যা শুনে যে, কোন শ্রোতা মুগ্ধ হয়ে যাবে। আমিও সেভাবে আপনার কন্ঠে আজ দারুন গানটি শুনে মুগ্ধ হয়ে গেছি।
ভালো লাগে আপু আপনারা সব সময় এত অনুপ্রাণিত করেন তাই।
আপু গানটি শোনতে পেরে অনেক ভালো লাগলো। আসলে আপু গান তেমন ভাবে শোনা হয় না তবে আমার বাংলা ব্লগ গান কভার দেখলে শোনতে কখনো মিস করিনি। বেশ ভালো লাগলো গানটি।
এটা একটি অনেক ভালো দিকে আপু সবার গান কভারর গুলো শোনার চেষ্টা করেন আপনি।
আমার আজকের টাস্কঃ-
মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবোনা করিও ক্ষমা গানটি আপনার কন্ঠে শুনতে পেয়ে খুবই ভালো লাগছে।আপনি অনেক ভালো গান গাইতে পারেন।আপনার কন্ঠে এত সুন্দর ভাবে আমাদেরকে গানটি শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আমারও অনেক ভালো লেগেছে ভাইয়া আপনি আমার শেয়ার করা গান কভার সময় দিয়ে শোনার জন্য।
চর্চা করলে আমি বিশ্বাস করি সব ঠিকঠাক হয়ে যায়। নিজের দক্ষতা বৃদ্ধি পায় যেকোন একটা বিষয়ের উপরে। এমন গানটি কখনো শোনা হয়নি আপু। তবে আপনি দারুণ কভার করেছেন। বিরহ উদযাপন করলাম আপু 😁
গানটি আপনি ইউটিউবে সার্চ দিলে আসবে অনেক জনপ্রিয় একটি গান ইদানিং।
ঠিক আছে আপু